অভিযোগ কোরো না, চেষ্টা করো

কিশোর আলোর জুলাই সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: আরাফাত করিম

এই গল্পটা পুরোনো।

একজন জ্ঞানী ব্যক্তির কাছে এলেন এক চাষি। বললেন, আমার আজ মনটা খারাপ। আমার বাবা এক বছর আগে মারা গেছেন। তাঁর কথা মনে পড়লেই আমার মন খারাপ হয়।

এই একই কথা চাষি প্রায় প্রতিদিনই এসে বলতেন জ্ঞানী ব্যক্তিকে।

জ্ঞানী ব্যক্তি বললেন, আমি আপনাদের একটা কৌতুক বলব। উপস্থিত সবাই কৌতুকটা শুনে হেসে উঠলেন।

দুই দিন পর তিনি একই কৌতুক বললেন। অল্প কজনই হাসল। কয়েক দিন পর সেই কৌতুক আবারও পরিবেশিত হলো। একই কৌতুক কয়েকবার শোনার পর দেখা গেল, কেউ আর হাসে না।

জ্ঞানী ব্যক্তি বললেন, একই কৌতুক বারবার বলা হলে তা শুনে কেউ আর হাসে না। একই দুঃখের কথা বারবার শুনলেও আমাদের অবস্থা হয় তেমনি। আমরা আর সমবেদনা বোধ করতে পারি না।

যে সমস্যার সমাধান নেই, তা নিয়ে বারবার অভিযোগ করার দরকার নেই। সমাধান থাকলে সেই সমাধান অর্জনের চেষ্টা করো। অভিযোগ কোরো না।

আইনস্টাইন বলেছেন, পাগলামি হলো একই কাজ একইভাবে বারবার করা আর আলাদা ফল আশা করা।

তুমি যদি আলাদা ফল চাও, তাহলে আলাদাভাবে চেষ্টা করতে হবে।

এই কথাগুলো ইন্টারনেট থেকে পাওয়া গল্প আর উদ্ধৃতি থেকে নিজের ভাষায় তোমাদের জন্য লিখলাম। তোমরা ভালো থেকো।