আমার প্রিয় ব্যক্তি

অলংকরণ: রাকিব রাজ্জাক

২০১৬ সালের নভেম্বরে আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হলো। সে বছর আমি প্রথম শ্রেণিতে পড়ি। আমি যেই স্কুলটিতে পড়ি, সেটা বন্ধ হয়ে গেল। অনেক স্কুলে ভর্তি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিলাম কল্যাণপুর গার্লস স্কুল ও কলেজেও। ভর্তি পরীক্ষায় আমার সঙ্গে দেখা হলো এক শিক্ষকের। খুব সুন্দরী তিনি। নরম মনের মানুষ হলেও একটু একটু রাগীও। পরদিন আমার পরীক্ষার ফল প্রকাশ হলো। বাবা জানাল, আমি উত্তীর্ণ হয়েছি। শুনে আমার মনটা আনন্দে লাফিয়ে উঠল। আমি তখনই ঠিক করে ফেললাম, এই স্কুলেই পড়ব। স্কুলের দিন চলে এল। সেদিন আমি জানতে পারলাম, ভর্তি পরীক্ষায় দেখা হওয়া সেই সুন্দরী শিক্ষকই আমার শ্রেণিশিক্ষক। আমাদের গণিত পড়াবেন। ২০১৭ সাল থেকে শুরু হলো আমার নতুন স্কুলজীবন। আর আজ ২০২২ সালের জানুয়ারি। ছয় বছর ধরে আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করছি। সেই শিক্ষককে বিশেষভাবে ভালোবাসি আর শ্রদ্ধা করি আমি। তিনি আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি সুমিতা চক্রবর্তী। আমার জীবনের পথপ্রদর্শক। আমি জানি, ম্যাডামও আমাকে অন্তর থেকে স্নেহ করেন।