বীরবলের একটা গল্প

কিশোর আলোর ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: আরাফাত করিম

বীরবলের গল্পে বীরবল কখনো খুব চালাক, কখনো খুব বোকা। বোকা বীরবলের একটা গল্প বলি।

বীরবল তার শেরোওয়ানি ধুয়ে উঠানের রোদে শুকাতে দিয়েছেন। রাতের বেলা তিনি জানালা দিয়ে দেখেন, একটা মানুষ উঠানে দাঁড়িয়ে আছে। তিনি তির–ধনুক হাতে তুলে নিলেন। নিজের শেরোওয়ানিতে তির মারলেন। শেরোওয়ানি ফুটো হয়ে তির গেঁথে রইল।

পরদিন সকালে বেরিয়ে তিনি দেখলেন, ওটা মানুষ নয়। শেরোওয়ানি। তখন বীরবল বলে উঠলেন, ভাগ্যিস, এই শেরোওয়ানির ভেতরে আমি ছিলাম না। থাকলে তো আমার গায়েই তির এসে বিঁধত।

বীরবলের এই যুদ্ধ আসলে ছায়ার সঙ্গে যুদ্ধ। তোমাদের আমি একটা পরামর্শ দিতে পারি, ছায়ার সঙ্গে যুদ্ধ কোরো না। এই ছায়া হলো, ফেসবুকের তর্ক। এই যে আমরা ব্রাজিল–আর্জেন্টিনা নিয়ে এত লড়াই করলাম, কী লাভ হলো? বলতে পারি, এই শেরোওয়ানির মধ্যে তো আমি ছিলাম না। কিন্তু তোমার তিরগুলো নষ্ট হলো আর তোমার জামাটাও তো ফুটো হয়ে গেল। লড়াই না করে সন্ধি করো। শত্রুতা না করে বন্ধুতা করো।