ভিক্ষা

অলংকরণ: রাকিব রাজ্জাক

একদিন আমি স্কুল থেকে বাসায় ফিরছিলাম। হঠাৎ রাস্তায় দেখি একজন ভিক্ষুক বসে আছে। যার দুই পা পঙ্গু হয়ে গেছে। ওই ভিক্ষুকটা তখন আমার দিকে হামাগুড়ি দিতে দিতে এগিয়ে এসে বলল, ‘বাবা, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমার দুই পা নেই যে কোনো কাজ করব। আমাকে কিছু দান করলে আল্লাহ তোমার মঙ্গল করবে।’ তার পা নেই বলে আমি তাকে পাঁচ টাকা দিলাম। রাস্তার অনেকেই তাকে দান করল। পরে সে হামাগুড়ি দিতে দিতে রাস্তার মাথায় পৌঁছাল। কিন্তু তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। যা দেখলাম তা বলার মতো নয়। ভিক্ষুকটি রাস্তার মাথায় পৌঁছে দাঁড়িয়ে জোরে একটি দৌড় দিয়ে পালিয়ে গেল। বস্তুত আমি হাঁ করে থাকলাম, যেন অধিক শোকে পাথর।