লিটারের হিসাব

মনে করো, তোমার কাছে ৩ লিটার ও ৫ লিটারের দুটি বোতল আছে। কিন্তু তোমাকে ৪ লিটার পরিমাপ করতে হবে। তাহলে ৩ লিটার ও ৫ লিটারের দুটি বোতল দিয়ে কীভাবে চার লিটার পরিমাপ করবে?

উত্তর

এর উত্তর দুইভাবে করা যায়।

  • প্রথম নিয়ম

    প্রথমে ৩ লিটারের বোতলটি পানিপূর্ণ করে ৫ লিটারে বোতলে ঢালতে হবে। এবার ৩ লিটারের বোতলটি আবার পানিপূর্ণ করে ৫ লিটারের বোতলে ঢালতে হবে, যতক্ষণ ৫ লিটারের বোতলটি ভরে না যায়। তাহলে ৩ লিটারের বোতলে আর পানি থাকবে ১ লিটার। এবার ৫ লিটারের বোতলটি খালি করতে হবে। ৩ লিটারের বোতলে যে ১ লিটার পানি রয়ে গেছে সেটা ৫ লিটারের বোতলে ঢালতে হবে। এরপর আবার ৩ লিটারের বোতল পানিপূর্ণ করে ৫ লিটারের বোতলে ঢাললে ৪ লিটার পাওয়া যাবে। 

  • দ্বিতীয় নিয়ম

    ক. ৫ লিটারের বোতলটি পানিপূর্ণ করে সেখান থেকে ৩ লিটারের বোতলটি পানিপূর্ণ করতে হবে।

    খ. ৩ লিটারের বোতলটি খালি করতে হবে।

    গ. ৫ লিটার বোতলের অবশিষ্ট ২ লিটার পানি ৩ লিটারের বোতলে ঢালতে হবে। 

    ঘ. আবার ৫ লিটারের বোতলটি পানিপূর্ণ করে সেখান থেকে ১ লিটার ঢালতে হবে ৩ লিটারের বোতলে। তাহলে ৫ লিটারের বোতলে আর ৪ লিটার পানি থাকবে।