জন্মদিন

অলংকরণ: রাকিব রাজ্জাক

খুব বেশি দিন আগের কথা নয়। ২০১৬ সালের মাঝামাঝি। মে মাসের ২২ তারিখ। অন্যান্য দিনের মতোই সকালবেলা ফিটফাট হয়ে কোচিংয়ে গেলাম আমি। গিয়ে দেখি ক্লাসের বাইরে কেউ নেই। ব্যাপার কী? ওরা তো এত ভালো নয়। তা ছাড়া ক্লাস তো এখনো শুরুই হয়নি। তার ওপর দরজাটাও ভেড়ানো। যা-ই হোক, ক্লাসরুমে ঢুকলাম। ঢোকার সঙ্গে সঙ্গে সবাই এত জোরে ‘হ্যাপি বার্থ ডে সিয়াম’ বলে চিৎকার করে উঠল যে মনে হলো ক্লাসের কোনো ইট আর জায়গামতো নেই। প্রলয়ংকরী চিৎকার হজম করার আগেই শুরু হলো ডিমবর্ষণ। সঙ্গে আটাও আছে। মিনিটের মধ্যেই মোটামুটি ডিমের পিঠার মতো হয়ে গেল আমার অবস্থা। এভাবে তো আর ক্লাস করা যায় না। কোনোমতে রিকশা নিয়ে বাসায় এলাম (যদিও আমার অবস্থা দেখে কোনো রিকশাওয়ালাই আমাকে নিতে চায়নি)। বাসায় আসার পর আম্মুর ধমক তো আছেই। পরে ভাবতে বসলাম ব্যাপারটা কী হলো? আজ তো আমার জন্মদিন নয়। তা-ও আমাকে ডিম খাওয়াল কেন? একটু পর বুঝলাম আসল ঘটনা। ফেসবুক প্রোফাইলে আমার জন্মদিন ২২ মে দিয়ে রেখেছিলাম। এই নোটিফিকেশন পেয়েই আমার ওপর চড়াও হয়ে এই কাণ্ড ঘটিয়েছে—হায় রে কপাল!