উটপাখির চোখ তার মগজের চেয়েও বড়

মাছের মধ্যে একমাত্র হাঙরই দুই চোখের পাতা ফেলতে পারে।
হাতি লাফ দিতে পারে না।
আফ্রিকান হাতি
আঙুলের ছাপের মতো প্রত্যেকের জিহ্বার ছাপও আলাদা।
পৃথিবীর সব দেশে কোকাকোলা বিক্রি হলেও ব্যতিক্রম উত্তর কোরিয়া আর কিউবা। এই দুই দেশে কোক বিক্রি করা নিষিদ্ধ।
কিছু কিছু ক্ষেত্রে অনেক জোরে হাঁচি পাঁজরের হাড় ভেঙে যাওয়ার কারণ হতে পারে।
উটপাখির চোখ তার মগজের চেয়েও বড়।
শারীরিক গঠনের কারণে শূকরের পক্ষে কখনো আকাশের দিকে মুখ তুলে তাকানো সম্ভব নয়।
চিংড়ি মাছের হৃৎপিণ্ড থাকে এদের মাথায়।