সবার কথা ভাবেন যিনি

আমার মা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপনজন। আমাদের তিন বোনের জন্য অনেক কষ্ট করেন তিনি। আমার মায়ের নাম সিমা ইসলাম। আমাদের সবার খেয়াল রাখেন তিনি। আমি, আমার বোন, দাদি—সবাই মিলে মাকে সাহায্য করি। বাবা যখন ব্যবসার কাজে রাজশাহীর বাইরে থাকেন, তখন মা আমাকে স্কুলে নিয়ে আসেন, বাসায় নিয়ে যান। আমার মা একজন গৃহিণী। যখন আমি অসুস্থ থাকি, তখন মা আমার অনেক যত্ন নেন। আমাকে খাইয়ে দেন। পুষ্টিকর খাবার রান্না করেন আমার জন্য। মা-বাবা দুজন মিলে অনেক উপহার দেন আমার জন্মদিনে। কিছুদিন আগে আমার একটা বোন হয়েছে। ছোট বোনের দিকে অনেক খেয়াল রাখতে হয় মাকে। আমি বা আমার বড় বোন অসুস্থ হলে মায়ের চিন্তা বেড়ে যায়। পরিবারের সবার জন্যই চিন্তা করেন মা। আল্লাহর কাছে দোয়া করেন যেন আমরা ভালো থাকি। মা আমাদের সবাইকে অনেক ভালোবাসেন। আমরাও মাকে অনেক ভালোবাসি। মাকে ছাড়া আমরা থাকতেই পারি না।