নটর ডেমে শুরু হচ্ছে আর্থ অ্যান্ড স্পেস সামিট

রাজধানীর নটর ডেম কলেজে আগামী ৮ জুন শুরু হচ্ছে ‘ষষ্ঠ ন্যাশনাল আর্থ অ্যান্ড স্পেস সামিট ২০২৩’। স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞান এবং পরিবেশবিজ্ঞান সম্পর্কে আগ্রহী করে তুলতে এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে নটর ডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাব।

সারা দেশের শতাধিক স্কুল ও কলেজ থেকে প্রায় ২০০০ শিক্ষার্থী অংশ নিতে চলেছে এই আয়োজনে। থাকছে ১৫টির বেশি ইভেন্ট। অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, আর্থ সায়েন্স অলিম্পিয়াড, অ্যাস্ট্রো মুভি কুইজ, স্টার ম্যাপিংসহ নানা ইভেন্ট। এ ছাড়া উপস্থিত বক্তৃতা, গ্রিনটেক শোকেসিং ও অ্যাস্ট্রো ক্রাফট ডিজাইনিংয়ের মতো ব্যতিক্রমী কিছু ইভেন্ট থাকছে এই আয়োজনে।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই উৎসব। সহযোগী হিসেবে থাকছে কিশোর আলো।

উৎসবের বিস্তারিত দেখো এই লিংকে: https://fb.me/e/P77vIUIZ