<ul><li><p>পরীক্ষার হলে মন খারাপ করে বসে আছে দুই বন্ধু।<br>: সর্বনাশ! রচনা কমন পড়েনি।<br>: অসুবিধা কী? ‘গরু’ রচনা লিখতে বলেছে। তুই তোর আত্মজীবনী লিখে ফেল।</p></li></ul>.<ul><li><p>বিচারক: তুমি দোকান থেকে নতুন স্যুট চুরি করলে কেন?<br>চোর: ছেঁড়া জামা-কাপড় পরে কি আপনার সামনে দাঁড়ানো ঠিক হতো স্যার?</p></li></ul>.<ul><li><p>দুই চাকরিজীবী বন্ধু কথা বলছে।<br>: কাল অফিসে গিয়ে দেখি ইন্টারনেট নেই।<br>: তারপর?<br>: তারপর আর কী, সারা দিন বসে বসে অফিসের কাজই করলাম।</p></li></ul>.<ul><li><p>: এই ঝড়বৃষ্টির মধ্যে পিৎজা কিনতে যাব? এই ঝড়ে তো কুকুরও বাইরে যাবে না। <br>: কুকুর নিয়ে যাওয়ার দরকার কী? নিজেই যাও না!</p></li></ul>.<ul><li><p>: ওয়েটার, স্যুপের মধ্যে একটা মাছি দেখতে পাচ্ছি। <br>: চুপচাপ খেয়ে ফেলুন স্যার, অন্য কেউ দেখে ফেললে ভাগে না-ও পেতে পারেন।</p></li></ul>
<ul><li><p>পরীক্ষার হলে মন খারাপ করে বসে আছে দুই বন্ধু।<br>: সর্বনাশ! রচনা কমন পড়েনি।<br>: অসুবিধা কী? ‘গরু’ রচনা লিখতে বলেছে। তুই তোর আত্মজীবনী লিখে ফেল।</p></li></ul>.<ul><li><p>বিচারক: তুমি দোকান থেকে নতুন স্যুট চুরি করলে কেন?<br>চোর: ছেঁড়া জামা-কাপড় পরে কি আপনার সামনে দাঁড়ানো ঠিক হতো স্যার?</p></li></ul>.<ul><li><p>দুই চাকরিজীবী বন্ধু কথা বলছে।<br>: কাল অফিসে গিয়ে দেখি ইন্টারনেট নেই।<br>: তারপর?<br>: তারপর আর কী, সারা দিন বসে বসে অফিসের কাজই করলাম।</p></li></ul>.<ul><li><p>: এই ঝড়বৃষ্টির মধ্যে পিৎজা কিনতে যাব? এই ঝড়ে তো কুকুরও বাইরে যাবে না। <br>: কুকুর নিয়ে যাওয়ার দরকার কী? নিজেই যাও না!</p></li></ul>.<ul><li><p>: ওয়েটার, স্যুপের মধ্যে একটা মাছি দেখতে পাচ্ছি। <br>: চুপচাপ খেয়ে ফেলুন স্যার, অন্য কেউ দেখে ফেললে ভাগে না-ও পেতে পারেন।</p></li></ul>