বিড়ালকাহিনি

অলংকরণ: মুগ্ধ

তখন শীতকাল চলছে। সাধারণত বিয়ের ধুম পড়ে যায় শীতকালে। আমার ফুফাতো ভাইয়ের বিয়েও ঠিক হলো সেই সময়ে। ফুফুর বাসায় গেলাম আমরা। ওখানে আমার অনেক কাজিন আছে। একজনই কেবল আমার সমবয়সী। অন্য সবাই বড়। সমবয়সী কাজিনটার সঙ্গেই বেশি কথা হয় আমার। একদিন আমরা বসে আছি, হঠাৎ দেখি একটা বিড়ালছানা ফুফুদের বারান্দায় বসে আছে! দেখতে খুব সুন্দর। বিড়ালটার সঙ্গে তার মা-ও ছিল। কিছুক্ষণ পর দেখা গেল, মা বিড়ালটা খাবার আনার জন্য বেরিয়ে যাচ্ছে। আরও একটু পর দেখা গেল, একটা লোক লাঠি হাতে যাচ্ছে বিড়ালটার পেছন পেছন। আমরা তো ভয় পেয়ে গেলাম, বিড়ালটাকে মারবে নাকি লোকটা! পরে দেখলাম আসলে একটা বল বিড়ালটার সঙ্গে সঙ্গে গড়াচ্ছিল। আর ওই লোকটা দৌড়াচ্ছিল বলটা ধরার জন্য। তখন আমাদের খুশি দেখে কে!