চোর, চাকরি এবং অন্যান্য

অলংকরণ: আরাফাত করিম
  • রাকিব: কাল রাতে ঘরে চোর এসেছিল।
    সোহেল: বলিস কী!
    রাকিব: ঘুম ভেঙে গেলে তাকে জিজ্ঞেস করলাম, সে কী করছে? বলল, টাকাপয়সা খুঁজছে।
    সোহেল: তুই চোরটাকে ধরে পুলিশে দিস নাই?
    রাকিব: না, আমিও তার সঙ্গে টাকাপয়সা খুঁজতে শুরু করে দিলাম।

অলংকরণ: আরাফাত করিম
  • এক তরুণ একটা দোকানে ঢুকে বলল, একটা ফোন করতে পারি?
    ফোন এগিয়ে দিল দোকানি।
    : হ্যালো, আহমেদ স্যার বলছেন?  আচ্ছা, আপনার জন্য একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন, তাকে কি পেয়ে গেছেন? ও আচ্ছা...তা সে কাজকর্ম ভালোভাবে করছে তো? ওকে দিয়েই তাহলে চলবে? জি, আচ্ছা ঠিক আছে...ঠিক আছে।
    তরুণ ফোন রেখে দিল। দোকানি বলল, ওই কাজটা আপনি চাচ্ছিলেন বোধ হয়?
    : ওই কাজটা আসলে আমিই করছি।

  • আমি ভূতে একেবারেই বিশ্বাস করি না। বাজি ধরে একবার এক ভুতুড়ে বাড়িতে গেলাম রাত কাটাতে। বসে থাকতে থাকতে রাত তিনটা বাজল। অন্ধকার ঘর। হঠাৎ দেখি সামনের দেয়াল ফুঁড়ে আমার দুহাত সামনে একটা ভূত এসে দাঁড়িয়েছে। আমি তো তাকে দেখে অবাক। ব্যাটা এমনভাবে ঘরে এল যে মনে হলো সামনের ১০ ইঞ্চি মোটা দেয়ালটাই নেই।
    : তারপর...তারপর তুই কী করলি?
    : কী আর করব, ওর হাত থেকে বাঁচতে পেছনের দেয়াল ফুঁড়ে পালালাম।

অলংকরণ: আরাফাত করিম
  • রেলওয়েতে ইন্টারভিউ হচ্ছে। একটি চটপটে ছেলেকে সবাই একটু বাজিয়ে নিতে চাইলেন।
    : ধরো, একটা দ্রুতগামী ট্রেন আসছে। হঠাৎ দেখলে লাইন ভাঙা। কী করবে তুমি?
    : ট্রেন থামাতে লাল নিশান ওড়াব।
    : যদি রাত হয়?
    : লাল আলো দেখাব।
    : লাল আলো যদি না থাকে?
    : তাহলে আমার বোনকে ডাকব।
    : বোনকে! কেন?
    : ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাকসিডেন্ট দেখবে!

সংগ্রহে : গোলাম মমীত