আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের তিন পদক ও দুটি সম্মানজনক স্বীকৃতি

৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে তিনটি ব্রোঞ্জ পদক ও দুটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এ আসর বসে জাপানের চিবায়। ২ থেকে ১৩ জুলাই আয়োজিত হয় এ অলিম্পিয়াড।

ব্রোঞ্জ পদকজয়ী তিন শিক্ষার্থী হলেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ দিশা, ঢাকা কলেজের শিক্ষার্থী এস এম এ নাহিয়ান ও রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন। প্রথম দুই শিক্ষার্থী পেয়েছেন ২৪ নম্বর ও তৃতীয়জন ২০ নম্বর। এ ছাড়া দুটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী দেবপ্রিয় সাহা রায় এবং চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া। তাঁরা যথাক্রমে ১৭ ও ১৬ নম্বর পেয়েছেন। এই পাঁচ শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলে প্রতিযোগী হিসেবে ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ইমাদ উদ্দীন আহমাদ হাসিন। তিনি পেয়েছেন ৯ নম্বর।

এই দলটির সঙ্গে কোচ হিসেবে আরও ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার ও উপদলনেতা নূর মোহাম্মদ শফিউল্লাহ। পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক মো. বায়েজিদ ভূঁইয়া।

এর আগে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত হয় গণিত উৎসব। সেখানে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনলাইনে বাছাই অলিম্পিয়াড এবং বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ২০টি শহরে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়। আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের বিজয়ী ১ হাজার ২৪৫ শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব। এরপর জাতীয় উৎসবের বিজয়ী নির্বাচিত করা হয় ৮৫ জনকে।

সেখান থেকে সেরা ৪০ জন নিয়ে প্রথমে জাতীয় গণিত ক্যাম্প আয়োজন করা হয়। পরে জাতীয় গণিত ক্যাম্প, এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ও আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার ছয় সদস্যের বাংলাদেশ দল সুপারিশ করেন। কোচের সুপারিশ অনুযায়ী ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের ছয় সদস্যের দল নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজন করে।