নগদ কিআ কার্নিভালের সময় পরিবর্তন— রোববার, ২২ অক্টোবর সকালে শুরু হবে অনুষ্ঠান

নগদ কিআ কার্নিভ্যাল ২০২৩-এর তারিখ পরিবর্তন হয়েছে। শনিবার, ২১ অক্টোবরের বদলে কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে রোববার, ২২ অক্টোবর। সময়সূচি, আয়োজন, নিবন্ধনসহ অন্য সবকিছু আগের মতোই থাকবে।

কিশোর আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ অক্টোবর, রোববার রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে দিনব্যাপী 'নগদ কিআ কার্নিভ্যাল ২০২৩'।

তারিখ পরিবর্তন হলেও যারা এরই মধ্যে নিবন্ধন করেছে, তারা আগের প্রবেশপত্র দিয়েই অংশগ্রহণ করতে পারবে, নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। যারা এখনও নিবন্ধন করেনি, তারা এই লিংকে নিবন্ধন করে ফেলতে পারবে।

তারকা ও গুণীজনদের সঙ্গে আড্ডা, চলচ্চিত্র-আলোকচিত্র-লেখালেখি-ভাষা-মানসিক স্বাস্থ্যসহ নানা বিষয় নিয়ে কর্মশালা, জনপ্রিয় শিল্পীদের গান, নগদ গেম শো, ‘সারপ্রাইজ গিফট’, আকর্ষণীয় কুইজসহ জমজমাট এক আয়োজন হতে যাচ্ছে নগদ কিআ কার্নিভ্যাল।

বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নিবন্ধন করার মাধ্যমে নগদ কিআ কার্নিভ্যাল ২০২৩-এ অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীর সঙ্গে একজন অভিভাবকও আসতে পারবেন।

নগদ কিআ কার্নিভ্যালের প্রবেশদ্বার উন্মুক্ত হবে সকাল আটটায়। কার্নিভ্যালে সংশ্লিষ্ট ক্ষেত্রের গুণী ও জনপ্রিয় ব্যক্তিত্বরা চলচ্চিত্র, আলোকচিত্র, লেখালেখি, কার্টুন, ভাষা, ক্যারিয়ার, মানসিক স্বাস্থ্যসহ নানা বিষয়ে কর্মশালা পরিচালনা করবেন। সংগীত, অভিনয়, ক্রিকেট, ফুটবলসহ বিনোদন ও ক্রীড়াঙ্গনের তারকারা আসবেন, আড্ডা দেবেন অংশগ্রহণকারী কিআ পাঠকদের সঙ্গে। দেশসেরা লেখক, ছড়াকার, বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিত্বরা আসবেন অনুপ্রেরণা দিতে। জনপ্রিয় শিল্পীরা গাইবেন গান।

নিবন্ধন করতে ভিজিট করো এখানে