এক শব্দে কত বর্ণ

অলংকরণ: মুগ্ধ

শুনে মনেই হয় না যে এটা একটি শব্দ। ৪৫টি বর্ণ এই শব্দে। শব্দটি হলো Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis। ফুসফুসের একটি রোগ এটা। যখন একটি আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়, বেরিয়ে আসে কালো ধোঁয়া। এগুলোকে বলে ছাই। এগুলো ও বালুজাতীয় ধুলা ফুসফুসে গেলে Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis নামের রোগটি হয়।

এই তথ্যগুলো জানলাম একটা বন্ধুর কাছ থেকে। তার নাম মিফতাহুল ইসলাম। অবশ্য ও এটা কোথা থেকে জানল, তা জানি না। তবে স্কুলে তার খাতা থেকে উঠিয়ে নিলাম নিজের খাতায়। বাসায় এসে ১১ বার লিখলাম। এরপর কম সময়ে পড়ার চেষ্টা করলাম। এখন তো প্রায় দুই–তিন সেকেন্ডে পড়তে ও লিখতে পারি একদম না দেখে। অবশ্য এটা ওকে বলতেই ভুলে গিয়েছি।