সংখ্যার ভাষা

তুবা, তুষ্টি—দুই বোন। অনেকদিন পরে কিশোর আলো হাতে পেয়ে কে আগে পড়বে, এটা নিয়ে একটু ঝামেলা লেগে যাচ্ছিল। তখন তাদের মা এসে বললেন, কাউকে পড়তে হবে না, যতক্ষণ কেউ একজন 1, 3, 3, 5, 5, 4, 7, 5, 9, 4, 11, 6, 13, 8–এর পরের ছয়টি সংখ্যা বলতে না পারো। যে পারবে, তাকে দেব আগে। তুবা তুষ্টিকে বোঝাল, নিজেদের মধ্যকার বিবাদ ভুলে একসঙ্গে সমাধান করলে জলদি কিশোর আলো পাওয়া যাবে। দেখো তো, ওদের সাহায্য করতে পারো কি না। আমি এর মধ্যে একটু সাহায্য করে দিই। সংখ্যাগুলো কিন্তু বাংলায় নেই, ইংরেজিতে আছে।

উত্তর

মূলত বিজোড় সংখ্যার ধারা, প্রতিটি জোড় সংখ্যার পরে সেটা লিখতে যত অক্ষর লাগে, তা লেখা আছে। 1 (One), 3, 3 (Three), 5…. সুতরাং পরের ৬টি সংখ্যা হবে 15, 8, 17, 9, 19, 8