ভুলে যাওয়া রোগ, হাতি এবং অন্যান্য

  • উকিল: আপনি বলতে চাইছেন, আপনার ভুলে যাওয়া রোগ আছে?
    বিবাদী: জি।
    উকিল: এমন কিছুর উদাহরণ দিতে পারেন, যা আপনি ভুলে গেছেন!

  • শিক্ষক: বলো তো হাতি কোথায় খুঁজে পাওয়া যায়?
    ছাত্র: হাতি কখনো খুঁজতে হয় না। হাতি এত বড় যে কখনো হারায় না।

  • পথচারী: এই মিথ্যুক! তুমি তো অন্ধ নও। তুমি অন্ধ সেজে ভিক্ষা করছ কেন?
    ভিক্ষুক: ঠিকই ধরেছেন স্যার। যে অন্ধ সে আজ ছুটিতে গেছে। তার জায়গায় আমার ডিউটি পড়েছে। আসলে আমি বোবা!

  • ছোটকু দাদির কাছে চিঠি লিখছিল।
    দাদিইইইই! কেমন আছওওও? আমি ভালোওওওও!
    পেছনে এসে দাঁড়ালেন মা, বললেন, ‘সেকি! তুই এভাবে লিখছিস কেন?
    ছোটকু: দাদি তো কানে কম শোনেন, তাই চিৎকার করে বলছি!

  • ছেলে: বাবা, আমি দূরের জিনিস ভালো দেখতে পাই না। ডাক্তার দেখিয়ে একটা চশমা নেওয়া দরকার।
    বাবা: ওপরে তাকা। কী দেখা  যায়, বল?
    ছেলে: সূর্য।
    বাবা: আর কত দূর দেখতে চাস তুই?