সেই ছোট্টবেলায় এক ঈদের ছুটিতে গ্রামে ঘুরতে গিয়েছিলাম। বর্ষাকাল ছিল। চারদিকে ছিল মাছ ধরার ধুম। পুকুরে, নদীতে চলত মাছ ধরার অপারেশন। আমারও ইচ্ছে জেগেছিল মাছ ধরার। মাছ ধরার চেষ্টায় সকাল থেকে বসেছিলাম দুপুর পর্যন্ত। কিন্তু কোনো অভিজ্ঞতা না থাকায় সব চেষ্টাই বৃথা। দুপুর হতে না হতেই আমার ধৈর্য শেষ। বাড়ি ফেরার পথে বিলের কিনারে দৃষ্টি পড়ল। হঠাৎ দেখি কী যেন সাঁতার কাটছে। ভাবলাম মাছ বোধ হয়। মাছ ধরার তৃষ্ণা মেটানোর জন্য ঝাঁপ দিলাম বিলে। হাতের মধ্যে আটকে রাখলাম মাছটিকে। উঠে দেখি ইয়া বড় সাপ। সর্বনাশ! চিৎকার করে সাপটি ছেড়ে দৌড় দিলাম! বাড়ি পৌঁছে কাপড়ের অবস্থার জন্য কথা তো শুনতে হলোই, টানা দুই দিন জ্বরে ভুগে আমার অবস্থাও কাহিল।