সবজি, সালোকসংশ্লেষণ এবং অন্যান্য

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • বাবু সবজি কিনতে বাজারে গেছে। সবজিওয়ালা সবজির ওপর পানি ছিটাচ্ছিল। তা দেখে সাকিব কিছুক্ষণ চুপ করে দাঁড়াল। একটু পরে বলল—
    বাবু: ওদের জ্ঞান যদি ফিরে আসে, তাহলে ওখান থেকে এক কেজি দিয়েন তো।

  • দুটি গাধা জেব্রা ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে আছে।
    একটা গাধা: চল, রাস্তা পেরোই।
    আরেকটা গাধা: পাগল হয়েছিস? জেব্রাটার কী হয়েছে দেখ না!

  • : তিনি খুবই শক্তিশালী লেখক।
    : কীভাবে বুঝলে?
    : তিনি যখন কলম দিয়ে লেখেন, তখন তিনটা কাগজ ফুটো হয়ে যায়।

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • সোহেল কোনো দিন পড়া পারে না। কিন্তু হঠাৎ একদিন জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক পড়া ধরায় হাত তুলল সে।
    স্যার: আরে বাহ্। সোহেল, বলো তো সালোকসংশ্লেষণ কাকে বলে?
    সোহেল: স্যার পড়ে এসেছি। কিন্তু মনে পড়ছে না।
    স্যার: কতটুকু মনে আছে?
    পল্টু: স্যার, প্রথম দিকটা।
    স্যার: ঠিক আছে। প্রথম দিকটাই বলো।
    পল্টু: নিম্নে সালোকসংশ্লেষণ ব্যাখ্যা করা হলো।

  • মা ছেলেকে জিজ্ঞেস করলেন, আমি মা হিসেবে কেমন রে শরিফ?
    ছেলেটা বলল, আমার নাম শরিফ না, মা।

  • জন্মদিন স্বাস্থ্যের জন্য উপকারী।
    গবেষণায় দেখা গেছে, যাদের যত জন্মদিন, তারা তত বেশি দিন বাঁচে!