অনুষ্ঠিত হলো গ্লোকাল টিন হিরো বাংলাদেশ

কিশোরভিত্তিক সৃজনশীল প্ল্যাটফর্ম রিফ্লেকটিভ টিনস-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গ্লোকাল টিন হিরো বাংলাদেশ ২০২২’। ২০ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। তিন শর বেশি আবেদন থেকে যাচাই-বাছাইয়ের পর প্রথম ধাপে ছয়জন ও পরে একজনকে গ্লোকাল টিন হিরো স্বীকৃতি দেওয়া হয়।

চলতি আসরে গ্লোকাল টিন হিরো নির্বাচিত হয় ‘ব্যাক্টো ক্রপ’–এর প্রতিষ্ঠাতা ও নটর ডেম কলেজের শিক্ষার্থী তালহা জুবায়ের। তালহা ছাড়াও প্রথম ছয়জনের তালিকায় থাকা অন্যরা হলো আইরিন মুশফিরাত, ফারহান নবী, নাবিল মোস্তাফা, সাদ আল আমিন ও সানজিতা সিদ্দিকা।

এই নির্বাচনপ্রক্রিয়ার জুরি সদস্য হিসেবে ছিলেন কিশোর আলোর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভেন লিউয়েন, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান সবুর খান, ইয়ুথ অপরচুনিটিজের প্রতিষ্ঠাতা ওসাম বিন নুর, ইউএনডিপি বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার রবার্ট স্টোলম্যান এবং দ্য ডেইলি স্টার–এর সাবেক হেড অব বিজনেস শুভাশিষ রায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জুরি সদস্যরা ছাড়াও তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান, নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভান্ডারি, ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান, জেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কে এম হাসান রিপন, সেইভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তৈয়ব বাশার, গ্লোকাল নেপালের চেয়ারম্যান আশিস ঠাকুর ও রিফ্লেকটিভ টিনসের নির্বাহী পরিচালক ইউসুফ মুন্না অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

২০১৪ সালে নেপালের কাঠমান্ডুতে শুরু হয় এই আয়োজন। পরবর্তী সময়ে ভারত, শ্রীলঙ্কার পর বাংলাদেশে এই আয়োজনের উদ্যোগ নেয় রিফ্লেকটিভ টিনস। সারা দেশে ছড়িয়ে থাকা প্রতিভাবান কিশোর–কিশোরীদের সৃজনশীল কাজের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

‘গ্লোকাল টিন হিরো বাংলাদেশ’–এর এ আসরে নলেজ পার্টনার হিসেবে ছিল কিশোর আলো।