আয়রন ম্যানের ডিম

অলংকরণ: রাকিব রাজ্জাক

আয়রন ম্যানকে চেনার পর থেকে টনি স্টার্কের চেয়ে তার স্যুটেরই বড় ভক্ত আমি। আয়রন ম্যানের কার্টুন, সিনেমা, কমিক কোনোটিই বাদ দিই না। আগ্রহবশত একদিন কার্ডবোর্ডের সাহায্যে আয়রন ম্যানের হাত বানিয়ে ফেললাম। হাতটি প্রথম দেখালাম ছোট বোনকে। খুব একটা আগ্রহ দেখাল না সে। দৃষ্টি আকর্ষণের জন্য আমি হাতটি তার দিকে তাক করে বললাম, ‘আয়রন ম্যান বিম (Beam) মারে!’ সঙ্গে সঙ্গে তার চোখে দেখি উৎসাহের ঝলক। প্রায় লাফিয়ে উঠে বলল, ‘কী! আয়রন ম্যান ডিম পাড়ে!’

হতাশ হলাম আমি। ডিম পাড়ার মধ্যে আকর্ষণীয় কিছু খুঁজে পেলাম না। তাতে কী? ‘আয়রন ম্যান ডিম পাড়ে...আয়রন ম্যান ডিম পাড়ে’ বলতে বলতে ঘরে স্লোগানের জোয়ার বইয়ে দিল ছোট বোন। এত শব্দের মধ্যে আম্মুর গলায় ভেসে ওঠে, ‘রিফাত! এগুলো কী শেখাচ্ছিস!...’

কখনো আমি যদি আয়রন ম্যানের মুভি কিংবা কার্টুন দেখি, আমার ছোট বোন গভীর আগ্রহে আয়রন ম্যানের ডিম পাড়ার দৃশ্য দেখার জন্য বসে থাকে।