সঙ্গীসাথি একটি হাতি

বরাবরের মতো শুরুতেই একটি বর্গাকার কাগজ নাও এবং তিরচিহ্ন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
দুপাশের ত্রিভুজাকার অংশ দুটি তিরচিহ্ন বরাবর এমনভাবে ভাঁজ করো, যাতে মাঝ লাইন বরাবর মিলে যায়।
নিচের ত্রিভুজাকার অংশটি ওপরের দিকে ভাঁজ করো।
বাঁ পাশের অর্ধেক অংশ ডান পাশের ওপর ভাঁজ করো।
ওপরের ত্রিভুজাকার অংশটি ডান দিকে এমনভাবে ভাঁজ করো যাতে ৬ নম্বর চিত্রের মতো হয়।
ডান পাশের ত্রিভুজাকার অংশটি এবার ওপরে উঠিয়ে নাও।
আবার ওপরের ত্রিভুজাকার অংশটি নিচে নামিয়ে নাও।
নিচের ছোট্ট ত্রিভুজাকার অংশটি আবার ডানে বাঁকিয়ে নাও। এই তো পেয়ে গেলাম হাতির শুঁড়!
এবার ডট বরাবর কাঁচি চালিয়ে হাতির পা উদ্ধার করি চলো!
সর্বশেষ, ডাগর ডাগর চোখ আর ইয়া বড় কান এঁকে নাও।
এবার দেখো তো কেমন শুঁড় বাঁকিয়ে চোখ পিটপিট করে তাকাচ্ছে তোমার দিকে!