নববর্ষের মেলায় অনেকে তাদের কারিগরি বুদ্ধি ব্যবহার করে টাকা আয় করে। তো এমন এক লোক শুধু একটা ছক্কা নিয়ে বসেছে। এক বোকাসোকা লোক সামনে দিয়ে যাওয়ার সময় সে তাকে বোঝাল, ‘এই যে বস, ১০০ টাকায় ছক্কা খেলবেন, ১ উঠলেই আপনের ২০০ টাকা।’ লোকটি বলল, ‘তাহলে তো আমার জেতার সম্ভাবনা নেই-ই বলা যায়। ৬ বারে ১ বার।’ ‘আরে বস, খাড়ান। আপনেরে তো আমি সুযোগ দিমু ৩ বার।’ লোকটা হিসাব করল, ‘৩ বার সুযোগ দিলে তো আমার ৩/৬ করে জেতার সম্ভাবনা ৫০% হয়ে যাচ্ছে।’ এখন বলো তো লোকটার জেতার সম্ভাবনা আসলে কত?