বঙ্গবন্ধু ও তাঁর সময়ের ঘটনাগুলো কমিকসে ফুটে উঠেছে দারুণভাবে। সময়রেখা অনুযায়ী এগিয়েছে গল্প। সিরিজের প্রতিটি বই তোমার মধ্যে টান টান উত্তেজনা তৈরি করবে। প্রতি পর্বের শেষ অংশ টেনে নিয়ে যায় পরের পর্বে। এক নিশ্বাসে পড়ে ফেলা যায় সম্পূর্ণ সিরিজটি। ইচ্ছে হয় বারবার পড়তে।
দশ ভাগে ভাগ করা প্রত্যেকটি কমিকসে পাওয়া যাবে নির্দিষ্ট একটি সময়ে ঘটনা। তবে পুরো দশটি পর্ব এক করলে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে তুমি।
‘মুজিব’ সিরিজের সবগুলো পর্বের চিত্রণ করেছেন সৈয়দ রাশাদ ইমাম। প্রথম পর্বে যৌথভাবে চিত্রণ করেছেন এ বি এম সালাহউদ্দিন। কমিকসের রঙিন অলংকরণ জীবন্ত করে তুলেছে ইতিহাসের সে সময়গুলোকে। সিআরআই থেকে প্রকাশিত দারুণ এই কমিকসটি সম্পূর্ণ সিরিজ কেনা যাবে রকমারি ডট কমে। প্রতিটি কমিকসে দাম ১৫০ টাকা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীতে ডুব দিতে আজই পড়ে ফেলো গ্রাফিক নভেল সিরিজ ‘মুজিব’।