ভাইয়া

অলংকরণ: মুগ্ধ

মিমি আজ খুব খুশি। কারণ, আজ দুই বছর পর তার ভাই দেশে ফিরছে। মিমি তার ভাই মিহিরের একমাত্র ছোট বোন ছিল। মিহির বাড়িতে এসেই মিমির ঘরে গেল। সেখানে একটা চিঠি ছিল মিমির লেখা— ভাইয়া, তুই যখন ফিরে আসবি, আমি হয়তো থাকব না। এই চিঠিটা রেখে দিলাম। ভাইয়া, তোকে কখনো বলা হয়নি, তুই আমার কত আদরের। অনেক আশা ছিল, তুই এলে তোকে ভাইয়া ডাকব। কী মজা হতো। কিন্তু তুই আসতে আসতে তোর চাঁদ মেঘের ভেতরে হারিয়ে যাচ্ছে। তোর ফিরে আসার দিন আমার কাছে সবচেয়ে খুশির হবে। যখন আমার কথা মনে পড়বে, আকাশের দিকে তাকাবি। শুনতে পাবি আমি তোকে ডাকছি...ভাইয়া, আজকে আমার চকলেট এনেছিস তো?