ডিম আগে না মুরগি?

অলংকরণ: রাকিব রাজ্জাক

বীরবল ছিলেন সম্রাট আকবরের নবরত্নের অংশ। যাঁরা আকবরকে বিভিন্ন সিদ্ধান্তে উপদেশ দিতেন। বীরবল ছিলেন অনেক বুদ্ধিমান। কিন্তু তিনি বেশ দরিদ্র ঘরের সন্তান হওয়ায় অনেকে তাঁকে মেনে নিতে পারতেন না। বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে কুপোকাত করার চেষ্টা করতেন তাঁকে। একবার এক ব্যক্তি বীরবলকে জিজ্ঞেস করলেন, ‘আপনাকে একটা কঠিন প্রশ্ন করব, নাকি ১০০টা সহজ প্রশ্ন?’ বীরবল একটু তাড়ায় ছিলেন বলে বিরক্ত হয়ে বললেন, ‘একটাই করেন।’ উনি জিজ্ঞেস করলেন, ‘ডিম আগে না মুরগি?’ উত্তর এল, ‘মুরগি’। উনি আবার জিজ্ঞেস করলেন, ‘কীভাবে?’ বীরবল তাঁর উত্তর দিলেন। বলতে পারবে বীরবল কী উত্তর দিয়েছিলেন?

উত্তর

বীরবল বলেছিলেন, আমি শুধু একটা প্রশ্নে রাজি হয়েছিলাম।