আমাদের মাথায় প্রায়ই নানা রকম অদ্ভুত প্রশ্ন উঁকি দেয়। এলিয়েন বলে কি কিছু আছে? কিংবা, বাংলাদেশে রাত হলে আমেরিকায় দিন হয় কেন? আবার অনেকেই ভূতের ভয় পায়। কিন্তু গ্রামে যে রকম ভূত দেখার কথা শোনা যায়, শহরে সাধারণত সেরকম শোনা যায় না। কেন? বড়দের কাছে এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইলে জবাব আসে, ‘এসব অদ্ভুত প্রশ্ন কেন করো?’ অথচ এই প্রশ্নটির উত্তর হতে পারত বৈজ্ঞানিক।

তোমাদের নানারকম অদ্ভুত ও বিচিত্র কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে পারো ‘কলরব’-এ (www.youtube.com/@KolorobMinds)। শুধু প্রশ্নের উত্তরই নয়, বৈজ্ঞানিক নানা বিষয় নিয়ে তোমার কৌতুহল মেটাবে ‘কলরব’ নামের এই ইউটিউব চ্যানেলটি। অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে বই পড়া, বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টসহ নানা বিষয়ে জানা যাবে এই চ্যানেলে।