নতুন জীবনে স্পাইডার-ম্যান

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে রয়েছে অনেকগুলো জনপ্রিয় চরিত্র। এর মধ্যে স্পাইডার-ম্যান অন্যতম। এই লেখায় কিছুটা জেনে নেওয়া যাক স্পাইডার-ম্যান সম্পর্কে।
স্পাইডার-ম্যান | নাম: পিটার পার্কার| অভিনেতা: টম হল্যান্ড

ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচি মের কাছে পিটার পার্কারের বেড়ে ওঠা। তেজস্ক্রিয় মাকড়সার কামড়ে রাতারাতি অতিমানবীয় শক্তি লাভ করে সে। বুদ্ধি ও শক্তিমত্তায় মুগ্ধ হয়ে তাকে অ্যাভেঞ্জার্সে ভেড়ানোর চেষ্টা করে টনি স্টার্ক। কিন্তু নিজের কথা ভেবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় পিটার। একপর্যায়ে পৃথিবীতে আক্রমণ করে থানোসবাহিনী। থানোসকে থামাতে অ্যাভেঞ্জারদের সঙ্গে এক হয় স্পাইডার-ম্যান। নিউইয়র্ক থেকে টাইটান পাড়ি দেয় পিটার পার্কার। থানোসবধে ব্যর্থ হলে ৫ বছরের জন্য পৃথিবী থেকে মুছে যায় স্পাইডার-ম্যান।

ফিরে এসে নতুন পৃথিবীতে নিক ফিউরির অধীনে অ্যাভেঞ্জার হিসেবে কাজ শুরু করে স্পাইডার-ম্যান। কিন্তু মিস্টেরিওর ফাঁদে পড়ে খুনের দায়ে ফেসে যায় স্পাইডার-ম্যান। পৃথিবীর সামনে প্রকাশিত হয়ে যায় তার গোপন পরিচয়। খুনের দায় কাটাতে ডক্টর স্ট্রেঞ্জের শরণাপন্ন হয় সে, পরিচয় হয় মাল্টিভার্সের সঙ্গে। ভিন্ন ইউনিভার্সের স্পাইডার-ম্যানদের সঙ্গে নিয়ে ভিলেনদের ধ্বংস করতে নামে পিটার পার্কার। অবশেষে ইউনিভার্সকে রক্ষা করতে সবার মন থেকে নিজের পরিচয় মুছে ফেলে পিটার পার্কার। বাবা-মা, চাচা-চাচি, বন্ধু-বান্ধব সবাইকে হারিয়ে একাকী এক নতুন জীবনে পা রাখে স্পাইডার-ম্যান।