মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের যত ফেজ

মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের গল্প দেখতে দেখতেই বড় হয়ে উঠেছি আমরা। মাঝেমধ্যে আমাদেরও মনে হয় আয়রন ম্যান কিংবা ক্যাপ্টেন আমেরিকার মতো পৃথিবীটাকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে। ইচ্ছা করে ওয়ান্ডা, ডক্টর স্ট্রেঞ্জ কিংবা লোকির মতো মাল্টিভার্সে ঘুরে নানা রকম ঝামেলা মেটাতে। সেই ২০০৮ সালে আয়রনম্যান দিয়ে সিনেমার জগতে যে মহাবিশ্বের শুরুটা হয়েছিল, তা আজ ধাপে ধাপে পৌঁছে গেছে ফেজ ফোরে।

মুক্তি পাওয়া ২৯টি সিনেমা ও ৭টি টিভি সিরিজের বদৌলতে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের মধ্যে হারিয়ে যাওয়া এবং সব সিনেমা গুলিয়ে ফেলা মোটেও অসম্ভব নয়। তারই মধ্যে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অনুষ্ঠিত কমিক–কনে মার্ভেল স্টুডিও দেয় নতুন ঘোষণা। স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফাইগি ঘোষণা করেন মার্ভেল ইউনিভার্সের ‘ফেজ ফাইভ’ ও ‘ফেজ সিক্স’–এর নতুন ১৫টি সিনেমার নাম ও মুক্তি পাওয়ার তারিখ। মার্ভেল স্টুডিও তাদের সিনেমা ও সিরিজগুলোর কাহিনি অনুযায়ী কতগুলো দলে ভাগ করে ‘ফেজ’ বা ধাপে ধাপে মুক্তি দেয়। মার্ভেলের প্রথম ফেজ বা ধাপের শুরুটা হয়েছিল ২০০৮ সালে ‘আয়রন ম্যান’ সিনেমার মধ্য দিয়ে। এরপর বিশ্বের কাছে একে একে বিখ্যাত সুপারহিরো ক্যাপ্টেন আমেরিকা, থর ও হাল্ককে পরিচয় করিয়ে দেয় মার্ভেল। শেষমেশ ‘ফেজ ওয়ান’-এর ইতি টানা হয়েছিল সুপারহিরোদের ক্রসওভার সিনেমা অ্যাভেঞ্জারস-এর মধ্য দিয়ে।

এরপর দ্বিতীয় ধাপ বা ‘ফেজ টু’তে আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকার নতুন গল্প ছাড়াও আমরা পাই গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সিঅ্যান্ট-ম্যানকে। আলট্রন রোবটকে প্রতিহত করতে গিয়ে অ্যাভেঞ্জারস দলের এক হওয়া নিয়ে এই ধাপেরও ইতি টানা হয়, যার নাম ছিল অ্যাভেঞ্জারস: এজ অব আলট্রন

দ্বিতীয় ধাপ শেষ হতেই আমরা পেয়েছিলাম ডক্টর স্ট্রেঞ্জের দেখা। সঙ্গে নতুনভাবে পরিচয় হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারহিরো স্পাইডার–ম্যানের সঙ্গেও। তবে নতুন সুপারহিরোর সন্ধান পাওয়ার পাশাপাশি সুপারভিলেন থানোসের কল্যাণে অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ারঅ্যাভেঞ্জারস: এন্ডগেম-এ আমরা হারাই আমাদের সবচেয়ে প্রিয় কয়েকজন সুপারহিরো। এন্ডগেম–এর মাধ্যমে শেষ হয়েছিল মার্ভেলের ‘ফেজ থ্রি’র। মার্ভেলের প্রথম তিনটি ‘ফেজ’ নিয়ে তৈরি সিনেমাগুলোকে একত্রে নাম দেওয়া হয়েছিল ‘দ্য ইনফিনিটি সাগা’।

ইনফিনিটি সাগা শেষে অনেকে ভেবে বসেছিল, মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স বুঝি শেষই হয়ে গেল! কিন্তু এন্ডগেম–এর পরপরই ওয়ান্ডাভিশন সিরিজ দিয়ে শুরু হয় ‘ফেজ ফোর’। এরপর একে একে পুরো ২০২১-২২ সালজুড়ে মুক্তি পায় লোকি, দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার, ব্ল্যাক উইডোসহ নানা সিনেমা ও টিভি সিরিজ। চতুর্থ ধাপজুড়ে ছিল সুপারহিরোদের মাল্টিভার্সের ধারণার গভীরে গিয়ে অদ্ভুত সব অন্বেষণে নেমে পড়া। তবে তা করতে গিয়ে মাল্টিভার্সে নানা গিট্টু বা ঝামেলা পাকিয়ে ফেলেছে তারা। যা মেটাতে গিয়ে পাগল হয়ে যাওয়ারও জোগাড় হয়েছে এই ধাপে। আসছে নভেম্বরে ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার সিনেমার মধ্য দিয়ে শেষ হবে চতুর্থ ধাপ।

কেভিন ফাইগির কথামতো, মার্ভেলের পঞ্চম ধাপ শুরু হতে যাচ্ছে অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টাম্যানিয়া দিয়ে। এই ধাপ শেষ হবে ২০২৪ সালের মাঝামাঝিতে থান্ডারবোল্টস সিনেমার মাধ্যমে। ‘ফেজ ফাইভ’-এ মুক্তি পাবে মোট ১৩টি সিনেমা ও সিরিজ। আর ‘ফেজ সিক্স’ বা ষষ্ঠ ধাপের শুরু হবে ২০২৪ সালের নভেম্বরে, ফ্যান্টাস্টিক ফোর সিনেমাটির মধ্য দিয়ে। চতুর্থ থেকে ষষ্ঠ তিনটি ধাপের একত্রে নাম দেওয়া হয়েছে ‘দ্য মাল্টিভার্স সাগা’। ‘দ্য মাল্টিভার্স সাগা’ শেষ হবে অ্যাভেঞ্জারস: দ্য ক্যাং ডাইনেস্টি অ্যাভেঞ্জারস: সিক্রেট ওয়ারস সিনেমার মধ্য দিয়ে।

একনজরে মার্ভেল সিনেমার যত ফেজ

ফেজ ওয়ান (২০০৮-২০১২)

  • আয়রনম্যান

  • দ্য ইনক্রেডিবল হাল্ক

  • আয়রনম্যান টু

  • থর

  • ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার

  • দ্য অ্যাভেঞ্জারস

ফেজ টু (২০১৩-২০১৫)

  • আয়রনম্যান থ্রি

  • থর: দ্য ডার্ক ওর্য়াল্ড

  • ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার

  • গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি

  • অ্যাভেঞ্জারস: এজ অব আলট্রন

  • অ্যান্ট-ম্যান

ফেজ থ্রি (২০১৬-২০১৯)

  • ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার

  • ডক্টর স্ট্রেঞ্জ

  • গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু

  • স্পাইডার–ম্যান: হোমকামিং

  • থর: ‌র‌্যাগনারক

  • ব্ল্যাক প্যান্থার

  • অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার

  • অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ

  • ক্যাপ্টেন মার্ভেল

  • অ্যাভেঞ্জারস: এন্ডগেম

  • স্পাইডার–ম্যান: ফার ফ্রম হোম

ফেজ ফোর (২০২১-২০২২)

  • ওয়ান্ডাভিশন

  • দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার

  • ব্ল্যাক উইডো

  • লোকি

  • হোয়াট ইফ...?

  • শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস

  • এটার্নালস

  • হকআই

  • স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম

  • মুন নাইট

  • ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস

  • মিস মার্ভেল

  • থর: দ্য লাভ অ্যান্ড থান্ডার

  • শি হাল্ক: অ্যাটর্নি অ্যাট ল

  • ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার

ফেজ ফাইভ (২০২৩-২০২৪)

  • অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টাম্যানিয়া

  • সিক্রেট ইনভেশন

  • হোয়াট ইফ...? সিজন টু

  • গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি

  • ইকো

  • লোকি সিজন টু

  • দ্য মার্ভেলস

  • ব্লেড

  • আয়রনহার্ট

  • আগাথা: কোভেন অব কেওস

  • ডেয়ারডেভিল: বর্ন অ্যাগেইন

  • ক্যাপ্টেন আমেরিকা: নিউ ওয়ার্ল্ড অর্ডার

  • থান্ডারবোল্টস

ফেজ সিক্স (২০২৪-২০২৫)

  • ফ্যান্টাস্টিক ফোর

  • অ্যাভেঞ্জার: দ্য ক্যাং ডাইনেস্টি

  • অ্যাভেঞ্জারস: সিক্রেট ওয়ারস

ফেজ সিক্সে রয়েছে আরও সিনেমা, যার নাম এবং রিলিজ দিবস ঠিক না হওয়ায় ঘোষণা করা হয়নি।

এ ছাড়া মার্ভেল টেলিভিশনের নির্মিত বেশ কিছু টিভি সিরিজ রয়েছে, যেগুলোকে মাের্ভল স্টুডিও আনুষ্ঠানিকভাবে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের অংশ হিসেবে বিবেচনা করে না। তাই ওই সিরিজগুলোর নাম এখানে উল্লেখ করা হয়নি।