তারুণ্যের অপেক্ষায় দেশের সবচেয়ে বড় মঞ্চ

জয় বাংলা কনসার্টের ব্যানারগ্রাফিকস: ইয়ং বাংলার ফেসবুক পেজ থেকে সংগৃহীত

জয় বাংলা কনসার্টের লাইনআপ কী হতে পারে, রকপ্রেমীদের মধ্যে তা নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়ে যায় ফেব্রুয়ারি এলেই। ফেসবুকের গ্রুপগুলোতে ছড়িয়ে পড়ে সম্ভাব্য ব্যান্ডগুলোর নাম। সেই সঙ্গে সবার অপেক্ষা—কখন আনুষ্ঠানিক ঘোষণা আসবে ইয়াং বাংলার তরফ থেকে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার চেতনা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে ২০১৫ সাল থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে বসছে জয় বাংলা কনসার্টের আসর। দেশের সবচেয়ে বড় এই রক কনসার্ট তরুণদের আগ্রহের তুঙ্গে। কিন্তু লাইনআপ নয়, ভিন্ন এক ঘোষণা এল ইয়াং বাংলার ফেসবুক পেজে, ‘চিটাঙ্গত আইয়ের’। চমকে গেলেন রকপ্রেমীরা। তার মানে, এবার ঢাকায় হচ্ছে না জয় বাংলা কনসার্ট? ঢাকার রকপ্রেমীদের যখন মন খারাপ, তখন ‘আইয়্যুন, আইয়্যুন’ বলে জয় বাংলা কনসার্টকে স্বাগত জানাতে শুরু করলেন চট্টগ্রামবাসী। চলে এল আনুষ্ঠানিক ঘোষণাও, ৭ মার্চ জয় বাংলা কনসার্ট ২০২৪ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

আরও পড়ুন
চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি
ছবি: মেইনস্প্রিং

প্রতিবছরই কোনো না কোনো চমক থাকে জয় বাংলা কনসার্টে। তবে ভেন্যু পরিবর্তন হতে পারে, এমন চমকের কথা ভাবেননি কেউ। প্রথমবারের মতো ঢাকার বাইরে যাচ্ছে ‘জেবিসি’। চট্টগ্রাম ও আশপাশের জেলার রকপ্রেমীদের উচ্ছ্বাস তাই বাঁধভাঙা। তাঁদের জন্য থাকছে আরও বড় চমক। আয়োজকেরা জানালেন, দেশের সবচেয়ে বড় মঞ্চ অপেক্ষায় আছে দর্শকদের জন্য। ১৬৮ ফুট চওড়া, ৪৬ ফুট উঁচু মঞ্চে পারফর্ম করবে তিরন্দাজ, কার্নিভাল, মেঘদল, অ্যাভয়েড রাফা, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, চিরকুট ও আর্টসেল। দেশসেরা ব্যান্ডগুলোর মিউজিক দর্শকদের কানে নিখুঁতভাবে পৌঁছাতে থাকবে সাউন্ডের সবচেয়ে বড় সেটআপ। আয়োজকেরা বলছেন, সবকিছু মিলিয়ে এটা হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় সেটআপের কনসার্ট। তাঁদের আশা, মনে রাখার মতো একটা কনসার্ট উপভোগ করতে পারবেন দর্শকেরা।

অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনা মূল্যেই পাওয়া যাবে বহু প্রতীক্ষিত এই কনসার্টের টিকিট। বৃহস্পতিবার হাজার হাজার দর্শক মেতে উঠবেন ৭ মার্চের চেতনায়, রক সংগীতের উন্মাদনায়।

জয় বাংলা কনসার্টের অনুষ্ঠান ব্যবস্থাপনা করছে মেইনস্প্রিং।