অর্থহীনের নতুন অ্যালবাম

২৮ ডিসেম্বর ‘ঢাকা রক ফেস্ট ৩.০’ কনসার্টে নাটকীয়ভাবে নতুন অ্যালবাম প্রকাশ করে অর্থহীন
ছবি: মো. হাবীবুল মোস্তফা

তারিখটা বেশ কয়েক দিন ধরেই ঘুরছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘোষণা অনুযায়ী, ২৯ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা অর্থহীনের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’। তবে এক দিন আগেই ২৮ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ঢাকা রক ফেস্ট ৩.০’ কনসার্টে নাটকীয়ভাবে নতুন অ্যালবাম প্রকাশ করে অর্থহীন।

ছয় বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করল অর্থহীন
ছবি: মো. হাবীবুল মোস্তফা

সেদিন মঞ্চে উঠেই বেজবাবা সুমন শ্রোতাদের জানান, কনসার্টের শ্রোতারা অ্যালবাম মুক্তির এক দিন আগেই শুনতে পারবেন নতুন অ্যালবামের চার–পাঁচটি গান। অর্থহীনের লাইভ পারফরম্যান্সের পর আসে নতুন অ্যালবামের গান শোনার পালা। ট্রেলারের পর মঞ্চে বাজে নতুন অ্যালবামের দুটি গানের রেকর্ডেড ভার্সন। একপর্যায়ে সময় স্বল্পতার কারণে আর গান বাজানো সম্ভব হবে না বলে জানায় আয়োজকেরা। তাই মঞ্চে দাঁড়িয়েই নির্ধারিত সময়ের প্রায় ২৪ ঘণ্টা আগে পুরো অ্যালবাম অনলাইনে প্রকাশ করেন অর্থহীনের সদস্যরা।

ছয় বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করল অর্থহীন। ২০২১ সালের ডিসেম্বরে দীর্ঘদিন পর মঞ্চে ফেরে এই ব্যান্ড। তখনই তারা ঘোষণা দেয় ২০২২ সালে আসবে নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’। মোট আটটি গানের এই অ্যালবামের প্রথম গান ‘আমার এ গান’ মুক্তি পায় গত বছর নভেম্বরে। বাকি গানগুলো (‘বিদ্রোহী’, ‘নিথর’, ‘স্বপ্নগুলো’, ‘আজীবন’, ‘ফিনিক্স ১’, ‘যখন তুমি নেই’ ও ‘অদ্ভুত’) মুক্তি পায় একসঙ্গে। ‘ফিনিক্সের ডায়েরি ১’ অ্যালবামটি শোনা যাচ্ছে অর্থহীনের ইউটিউব চ্যানেল (youtube.com/@bassbaba) ও স্পটিফাইয়ে (spoti.fi/3I8Qnf1)।

অর্থহীন ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন বেজবাবা সুমন, শিশির আহমেদ, মার্ক ডন ও মাহান ফাহিম। সবকিছু ঠিকঠাক থাকলে একই লাইনআপে ২০২৩ সালে আসছে অর্থহীনের নবম অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’।