জাদুবিদ্যায় পারদর্শী ডক্টর স্ট্রেঞ্জ

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে রয়েছে অনেকগুলো জনপ্রিয় চরিত্র। এর মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ অন্যতম। এই লেখায় কিছুটা জেনে নেওয়া যাক ডক্টর স্ট্রেঞ্জ সম্পর্কে।
ডক্টর স্ট্রেঞ্জ | নাম: ডক্টর স্টিফেন ভিনসেন্ট স্ট্রেঞ্জ | অভিনেতা: বেনেডিক্ট কাম্বারবাচ

একটা সময় পর্যন্ত ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জের জীবনটা ছিল ছুরি-কাঁচি আর অ্যাপ্রনের ভেতর বন্দী। ম্যাজিক, সুপারন্যাচারাল কোনো কিছুতে বিন্দুমাত্র বিশ্বাস করত না সে। নিউইয়র্কের জনপ্রিয় নিউরোসার্জনের জীবন বদলে যায় একটি দুর্ঘটনায়। দুর্ঘটনায় নিজের হাতের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্ট্রেঞ্জ। ফলে একসময় নিয়মিত বিশাল বিশাল সার্জারি করা স্ট্রেঞ্জের ডাক্তারি জীবন থমকে যায় একটি পলকে। ডাক্তারিবিদ্যায় সুবিধা না পেয়ে স্ট্রেঞ্জ শরণাপন্ন হয় সুপারন্যাচারাল শক্তির। সেখানেই মিস্টিক আর্টের সঙ্গে পরিচয় স্ট্রেঞ্জের। 

নিজের প্রচণ্ড ইচ্ছাশক্তির জোরে দ্রুতই জাদুবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে স্ট্রেঞ্জ। অ্যানশায়েন্ট ওয়ানের মৃত্যুর পর সর্সরার সুপ্রিম হিসেবে দায়িত্ব গ্রহণ করে সে। শুধু পৃথিবী নয়, পুরো ইউনিভার্সকে দুর্যোগ থেকে রক্ষা করতে ঠিক যা যা প্রয়োজন; সেটাই করে যাচ্ছে স্ট্রেঞ্জ। বর্তমানে মিস্টিক আর্টসের সবচেয়ে জ্ঞানী ও শক্তিশালী সত্তা সে। শুধু এই ইউনিভার্স নয়, মাল্টিভার্স সামলানোর মহাদায়িত্ব এখন তার কাঁধে।