ফিরে আসছে হ্যারি পটার

পটারহেডদের জন্য সুখবর! সত্যি সত্যিই পর্দায় ফিরে আসছে হ্যারি পটার। জে কে রাওলিংয়ের অনবদ্য এই সৃষ্টিকে এবার দেখা যাবে ছোট পর্দায়। খবরটা নিশ্চিত করেছে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এইচবিও এবং প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস। গত ১২ এপ্রিল একটি সংবাদ সম্মেলনে আসে ঘোষণাটি।

রাওলিংয়ের এই জাদুর জগতের ভক্ত ছোট–বড় সবাই। টিভি সিরিজের ঘোষণায় তাই আনন্দে মেতে আছে ভক্তরা। যদিও ড্যানিয়েল র৵াডক্লিফ, রুপার্ট গ্রিন্ট, এমা ওয়াটসনসহ হ্যারি পটার সিনেমায় অভিনয় করা কাউকেই দেখা যাবে না এই সিরিজে। সব চরিত্রেই একেবারে নতুন মুখদের নেওয়া হবে বলে জানিয়েছে এইচবিও।

১৯৯৭ সালে প্রথম বই প্রকাশের সঙ্গে সঙ্গে রাতারাতি জনপ্রিয় হয়ে যায় হ্যারি পটার। একে একে এসেছে আরও ছয়টি বই। ২০০৭ সালে প্রকাশিত হয় সিরিজের শেষ বই হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ। বই থেকে তৈরি করা হয়েছে চলচ্চিত্রও। বই থেকে তৈরি হলেও, চলচ্চিত্রের সময় সীমাবদ্ধতার কারণে বাদ পড়ত অনেক খুঁটিনাটি বিষয়। বিশাল কলেবরের এই টিভি সিরিজে এমনটি হবে না বলে কথা দিয়েছেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাওলিং ও নির্মাতারা। সিনেমায় তৈরি করা উইজার্ডিং ওয়ার্ল্ডের অনন্য জগৎকে অনুপ্রেরণা এবং বইয়ের বিশাল ক্যানভাসের মৌলিকত্বকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে এখানে।

প্রাথমিকভাবে এই সিরিজ নিয়ে ১০ বছরের পরিকল্পনা সাজিয়েছে ওয়ার্নার ব্রস। প্রতিটি বই নিয়ে একটি সিজন করার ইচ্ছা রয়েছে তাদের। সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে থাকা জে কে রাওলিংও বেশ খুশি এটা নিয়ে। তবে দীর্ঘদিন ধরে ভক্তদের মনে জায়গা নিয়ে থাকা হ্যারি, রন, হারমায়োনিসহ অন্যান্য চরিত্রে অভিনয় করা অভিনেতাদের জায়গায় নতুন অভিনেতারা কেমন গ্রহণযোগ্যতা পাবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকে। কিন্তু এসব সংশয় দূরে ঠেলে এক দশকব্যাপী পটারহেডদের দুর্দান্ত এক সিরিজ উপহার দিতে বদ্ধপরিকর নির্মাতারা।