থরের হাতে আসগার্ডের পতন

থর | নাম: থর ওডিনসন | অভিনেতা: ক্রিস হেমসওয়ার্থ

একটা সময় পর্যন্ত নর্স গডদের মিথোলজির অংশ হিসেবেই ভাবত সকলে। থর, ওডিন, আসগার্ডের গল্প রূপকথা হয়েই বেঁচে ছিল লোকজনের মুখে। নর্স মিথলজি সত্যিতে পরিণত হয় থরের পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে। বাবা ওডিনের নির্দেশ অমান্য করায় থরকে নির্বাসিত করা হয় পৃথিবীতে। নিজের শক্তি ও অস্ত্র হারিয়ে জেন ফস্টারের ভালোবাসায় নিজেকে নতুন করে চিনতে শুরু করে থর। নিজেকে যোগ্য প্রমাণ করে নিজের শক্তি ও সিংহাসন ফেরত পায় থর। নয়টি রেল্মকে রক্ষার প্রতিজ্ঞায় থর যোগ দেয় অ্যাভেঞ্জার্সে। 

ওডিনের মৃত্যুর পর আসগার্ডে ফেরত আসে থরের বোন ‘গডেস অব ডেথ’ হেলা। আসগার্ডে শুরু হয় ‘র৵াগনারক’। হেলাকে পরাজিত করতে আসগার্ডের পতন ডেকে আনে থর। নতুন পৃথিবীর খোঁজে যাত্রা শুরু করতেই মুখোমুখি হয় থানোসের। তৈরি করে নতুন অস্ত্র। থানোসকে আহত করলেও তাকে থামাতে ব্যর্থ হয় থর। নিজের মা-বাবা, ভাই-বোন, রাজ্য-রাজত্ব হারিয়ে হতাশ হয়ে পড়ে সে। থানোসকে হত্যার পর নতুন করে বের হয় মহাবিশ্ব ভ্রমণে। প্রেমিকা জেন ফস্টারের ত্যাগে উদ্বুদ্ধ হয়ে থর দত্তক হিসেবে গ্রহণ করে গর দ্য গডবুচার-এর সন্তান লাভকে।