টেলর সুইফটের অনন্য রেকর্ড

টেলর সুইফটের নতুন অ্যালবাম, মিডনাইটের প্রচ্ছদ

বিলবোর্ডের নাম তো আমরা সবাই জানি। রাস্তায় বিজ্ঞাপন দেখানো বিলবোর্ড যেমন আছে, তেমনি বিলবোর্ড নামে আছে বিখ্যাত একটি ম্যাগাজিনও। সংগীত আর বিনোদনের নানা রকম খবর প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সাপ্তাহিক ম্যাগাজিন। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বেই তুমুল জনপ্রিয় বিলবোর্ড ম্যাগাজিন। তবে ম্যাগাজিন প্রকাশনা ছাড়াও আরেকটি কাজ করে বিলবোর্ড। প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনলাইন ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের ১০০টি গান নিয়ে প্রকাশ করে ‘বিলবোর্ড হট ১০০’। সপ্তাহব্যাপী সবেচয়ে বেশিবার শোনা গান আর সর্বাধিক বিক্রি হওয়া গান থাকে এই তালিকায়। যেকোনো শিল্পীর জন্যই এই তালিকায় থাকা বেশ গর্বের বিষয়। তবে ‘বিলবোর্ড হট ১০০’-এর প্রথম ১০ সবচেয়ে বেশি মর্যাদার। প্রথম ১০-এ সুযোগ পাওয়া যেকোনো শিল্পীর জন্যই স্বপ্নের মতো ব্যাপার! কাজটা খুব কঠিনও বটে। কিন্তু এই সেরা ১০-এর তালিকায় থেকে কয়েক দিন আগে দারুণ এক রেকর্ড গড়েছেন জনপ্রিয় পপ সংগীতশিল্পী টেলর সুইফট।

গত ২১ অক্টোবর প্রকাশিত হয় টেলর সুইফটের নতুন অ্যালবাম, মিডনাইট। প্রকাশের পরপরই ঝড় তুলেছে অ্যালবামটি। ভেঙেছে একের পর এক রেকর্ড। প্রকাশের প্রথম সপ্তাহেই এ বছরের সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড ভেঙেছে মিডনাইট। পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও দারুণ সফল টেলর সুইফটের অ্যালবাম। এ বছর সবচেয়ে বেশিবার শোনা অ্যালবামের রেকর্ড করেছে সেখানেও। প্রকাশের প্রথম দিনেই স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে এক দিনে সবচেয়ে বেশিবার শোনা গানের রেকর্ডও নিজের করে নিয়েছে ‌মিডনাইট।

কিন্তু সব রেকর্ড ছাপিয়ে গেছে বিলবোর্ডে গড়া টেলর সুইফটের রেকর্ড। ‌বিলবোর্ড তাদের সেরা ১০ প্রকাশ করছে প্রায় ৬৭ বছর ধরে। এই ৬৭ বছরে কেউ যে রেকর্ডটি করতে পারেননি, সেটাই করে দেখিয়েছেন টেলর সুইফট। মার্কিন এই পপশিল্পীর মিডনাইট অ্যালবামে আছে ১৩টি গান। তার মধ্যে ১০টিই জায়গা করে নিয়েছে ‘বিলবোর্ড হট ১০০’-এর প্রথম ১০–এ। এখন পর্যন্ত কোনো শিল্পীই ‘বিলবোর্ড হট ১০০’-এর প্রথম ১০টি স্থান দখল করতে পারেননি। এত দিন পর্যন্ত প্রথম ১০–এ সবচেয়ে বেশি গান থাকার রেকর্ডটি ছিল কানাডিয়ান র‌্যাপার ও পপশিল্পী ড্রেকের দখলে। ড্রেকের ষষ্ঠ স্টুডিও অ্যালবাম সার্টিফায়েড লাভার বয় প্রকাশিত হয় ২০২১ সালে। প্রকাশিত হওয়ার প্রথম সপ্তাহের মাথায়ই অ্যালবামের নয়টি গান জায়গা করে নিয়েছিল বিলবোর্ডের ১০–এ। কিন্তু এখন এই রেকর্ড শুধুই টেলরের।

টেলরের ১০টি গানই জায়গা করে নিয়েছে ‘বিলবোর্ড হট ১০০’-এর প্রথম ১০–এ

এ সপ্তাহে ‘বিলবোর্ড হট ১০০’-এর তালিকা প্রকাশিত হওয়ার পরপরই সবাই অভিনন্দন জানাতে শুরু করেন টেলর সুইফটকে। শুরুতে অবশ্য ব্যাপারটা বুঝতেই পারছিলেন না ৩২ বছর বয়সী এই শিল্পী। কিন্তু যখন দেখলেন, ‘বিলবোর্ড হট ১০০’-এর প্রথম ১০টিই তাঁর নিজের গান, বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। বিস্ময়ে অভিভূত হয়ে টুইটারে টেলর লেখেন, ‘হট ১০০ তে ১০–এ ১০? আবার আমার দশম অ্যালবামেরই গান?’

২০০৬ সালে বিগ মেশিন রেকর্ডের ব্যানারে প্রকাশিত হয় টেলর সুইফটের প্রথম অ্যালবাম, টেলর সুইফট। সেই থেকে শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। খ্যাতি আর জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান তিনি। একে একে প্রকাশ করেন আরও নয়টি অ্যালবাম। সবগুলোই সুপারহিট। সংগীতাঙ্গনের সবচেয়ে মর্যাদার পুরস্কার গ্র্যামি জিতেছেন ১১ বার। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যে টেলর সুইফটের নতুন অ্যালবাম মানেই একের পর এক নতুন রেকর্ড।

মিডনাইট অ্যালবামটির দুটি ভার্শন প্রকাশ করেছেন টেলর। একটি স্ট্যান্ডার্ড ভার্সন, যেখানে আছে ১৩টি গান। আরেকটি ডিলাক্স ভার্সন। এই ১৩টি গানের সঙ্গে বোনাস হিসেবে সেখানে রয়েছে আরও ৭টি গান। টেলর সুইফটের এই সাফল্য শেষমেশ কোথায় গিয়ে ঠেকে, সেটি দেখার অপেক্ষায় সংগীতপ্রেমীরা।