অস্কার জিতল যে কাঠবিড়ালি

তোমাদের অনেকেরই আদরের পোষা প্রাণী আছে। নিশ্চয়ই তোমরা অনেক যত্ন নাও ওদের, সময়মতো খাবার দাও, খেলাধুলা করো। আদরের সেই প্রাণী যদি কোনো বড় পুরস্কার পেয়ে যায়, তখন কেমন লাগবে তোমার? মনে হবে না যে পুরস্কারটা তুমি নিজেই জিতলে?

ঠিক এ রকম একটা ব্যাপার ঘটেছে ড্যানিয়েল কনারের সঙ্গে। একা কাঠবিড়ালিকে বাঁচিয়েছিলেন তিনি। সেই কাঠবিড়ালি ২০২২ সালের অস্কারে ‘বেস্ট সাউন্ড অস্কার’-এর পুরস্কার জিতে নিয়েছে। গত বছর পুঁচকে এই কাঠবিড়ালির খাবার খাওয়ার আওয়াজ রেকর্ড করেছিলেন ড্যানিয়েল কনার। সেটির জন্যই কাঠবিড়ালিটি জিতেছে অস্কার।

গল্পটি জানতে আরেকটু পিছিয়ে যেতে হবে। ড্যানিয়েল কনারের কাঠবিড়ালির প্রতি ভালোবাসা নিয়ে ২০২০ সালে কিশোর আলোর ওয়েবসাইটে একটি ফিচার প্রকাশিত হয়েছিল। ড্যানিয়েল কনার একজন প্রাণিবিদ্যা বিশারদ, তিনি সুইডেনের এক বনে অন্যান্য প্রাণী ছাড়াও ‘রেমি’ নামের এক চঞ্চল কাঠবিড়ালির ছবি তুলতেন। দুর্ভাগ্যবশত, একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা যায় রেমি। এতে ভীষণ কষ্ট পান ড্যানি। এর পর থেকে রেমির চারটি বাচ্চাকে নিয়মিত দেখাশোনা করতে থাকেন তিনি। বাচ্চাদের খাবার খাওয়ানো ছাড়াও কিছুটা সময় কাটাতেন ওদের সঙ্গে। একটি কাঠবিড়ালির বয়স যখন মাত্র সাত সপ্তাহ, তখন ড্যানি ওর খাবার খাওয়ার একটি ভিডিও রেকর্ড করেন, যা খুব বিখ্যাত হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই ঘটনার আরও পরে ভিডিওটি চোখে পড়ে অস্কারপ্রাপ্ত সাউন্ড ডিজাইনার মার্ক মানজিনির। ‘ব্লেড রানার ২০৪৯’, ‘ম্যাড ম্যাক্স ফিউরি রোড’-এর মতো বিখ্যাত সিনেমাগুলোতে কাজ করেছেন মার্ক মানজিনি।

মার্ক মেসেজ পাঠান ড্যানিকে। ড্যানির কাছে পুরো ব্যাপারটি অবিশ্বাস্য লেগেছিল। এরপর মার্ক ফোন করেন ড্যানিকে। বলেন, ‘আমি তোমার কাঠবিড়ালির সাউন্ড একটি সিনেমায় ব্যবহার করতে চাই।’ ড্যানিকে তখনো জানানো হয়নি কোন সিনেমা। আইএমডিবিতে ড্যানি দেখতে পান, মার্ক তাঁকে সাইফাই সিনেমা ‘ডিউন’-এর কথা বলছিলেন। এরপর সিনেমা বানানো শেষ হলে ড্যানিয়েল কনার আর মার্কের মিটিং হয় অনলাইনে। মার্ক যে একজন সাউন্ড এডিটর, তাঁর কাজ কী কী আর সিনেমাতে শব্দ কেন গুরুত্বপূর্ণ, এসব সেই মিটিংয়েই জানতে পারেন ড্যানি। আর সাইফাই সিনেমাগুলো যেহেতু কল্পনানির্ভর, তাই এই সিনেমাগুলোতে শব্দ আরও অর্থবহ। কারণ, এখানে কাল্পনিক জিনিসগুলো খুব বিশ্বাসযোগ্যভাবে দেখাতে হয়। মার্ক মূলত ডিউন সিনেমার মরুভূমির একটি দৃশ্যে দেখানো ইঁদুরের জন্য আদর্শ সাউন্ড খুঁজছিলেন। এখানে গিনিপিগসহ আরও কিছু প্রাণীর সাউন্ড ব্যবহার করার কথা মাথায় এলেও ঠিক মনের মতো সাউন্ড খুঁজে পাচ্ছিলেন না। একদিন মার্কের স্ত্রী দেখালেন ড্যানির রেকর্ড করা ভিডিওটি। সঙ্গে সঙ্গে মার্ক বুঝলেন, কাঙ্ক্ষিত শব্দটি তিনি পেয়ে গেছেন। ড্যানিকে মেইল করলেন। এরপর অনলাইন মিটিংয়ে সাউন্ড ডিজাইনের পুরো প্রক্রিয়া বুঝিয়ে বলেন তিনি। ড্যানির লাল কাঠবিড়ালির রেকর্ড করা শব্দটি তেমন পরিবর্তন না করেই ‘ডিউন’ সিনেমার ডেজার্ট র‍্যাটের দৃশ্যে ব্যবহার করা হয়েছে। শুধু ইঁদুরের চলাফেরার সঙ্গে একটু ভিজ্যুয়াল ইফেক্ট যুক্ত করে প্রয়োগ করা হয়েছে।

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল ২৭ মার্চ ২০২২ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। সেখানে বেস্ট সাউন্ড ২০২২ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ‘ডিউন’-এর ডেজার্ট র‍্যাটের আওয়াজ। এই খবরে ভীষণ খুশি হন ড্যানি কনার, তিনি মার্ককে ধন্যবাদ জানাতে ভোলেননি। এখনো ড্যানি তাঁর সঙ্গী কাঠবিড়ালিদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন, প্রায়ই তিনি তাঁর অ্যাডভেঞ্চারের ভিডিও, ছবি তাঁর ফেসবুক পেজে আপলোড করেন।

ড্যানির রেকর্ড করা লাল কাঠবিড়ালির খাবার খাওয়ার আওয়াজ

তোমাদের আশপাশে থাকা প্রাণীগুলোর যত্ন নিলে দেখবে, ওরাও হয়ে উঠবে তোমার পরম বন্ধু। নিঃস্বার্থভাবে প্রাণীদের সঙ্গে মিশলে কিন্তু মন ভালো থাকে, সব সময় হাসিখুশি থাকা যায়।