অ্যাডভেঞ্চার সিনেমার মাস

গত বছর শীতের হিম হিম বাতাসের সঙ্গে চারদিকে খবর রটে গিয়েছিল, আবার একত্র হতে যাচ্ছে ‘হ্যারি পটার’–এর তিন প্রিয় মুখ। অর্থাৎ টিভির পর্দায় ফিরে আসছে ‘হ্যারি পটার’, ‘রন উইজলি’ আর ‘হারমিওনি গ্রেঞ্জার’! সেই ছোট্টবেলা থেকে জাদুর স্কুল হগওয়ার্টসের চিঠির অপেক্ষা যারা করে আসছে, যারা সুযোগ পেলেই দিবাস্বপ্ন দেখে এক হাতে নিজের পোঁটলা-পুঁটলি আর অন্য হাতে পোষা প্যাঁচা বা ইঁদুর কিংবা বিড়াল নিয়ে এই মাগলদের পৃথিবীকে বিদায় জানানোর, তাদের জন্য এই তিন প্রিয় চরিত্রের একত্র হওয়া হগওয়ার্টস স্কুলে সুযোগ পেয়ে যাওয়ার মতোই আনন্দের। তবে আনন্দটা আটখানায় পরিণত হতে বেশি সময় লাগল না। কারণ, নতুন বছরে হ্যারি পটার শুধু তার বন্ধুদের সঙ্গেই নয়, ফিরেছিল আস্ত হ্যারি পটার উইনিভার্সের সবাইকে নিয়ে। মলফয়, হ্যাগ্রিড থেকে বেলাট্রিক্স, ভোলডেমর্ট—সবাইকে নিয়ে আমরা নতুন বছরটা শুরু করেছিলাম ‘হ্যারি পর্টার টোয়েন্টিথ অ্যানিভার্সারি: রিটার্ন টু হগওয়ার্টস’ ডকুমেন্টারির সঙ্গে। হগওয়ার্টসে ফিরে গিয়ে চরিত্রগুলোর ২০ বছর আগের স্মৃতিরোমন্থন যেন মন্ত্রমুগ্ধের মতো দেখলাম আমরা। তবে এখানেই কি শেষ! বছরের শুরুতে পুরোনো ‘হ্যারি পটার’ জগৎ যেমন আবারও ফিরল, তেমনি জানুয়ারির মাঝামাঝিতে ইতি ঘটল ‘হোটেল ট্রান্সসিলভানিয়া’ জগতের। মার্কিন অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজি ‘হোটেল ট্রান্সসিলভানিয়া’র চতুর্থ এবং শেষ সিনেমা ‘হোটেল ট্রান্সসিলভানিয়া: ট্রান্সফর্মানিয়া’র পর্দা ওঠে ১৪ জানুয়ারি। নানা রঙের মনস্টার আর ড্রাকুলার মানুষ হয়ে যাওয়া ও মানুষের মনস্টার হওয়ার অদ্ভুতুড়ে অভিযানে সিনেমাটি ছিল জমজমাট। এর মধ্যে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকে বাঁচাতে পাঁচ গুপ্তচর বা স্পাইয়ের রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়ে এসেছিল ‘দ্য ৩৫৫’। ক্রাইম, অ্যাকশন আর একটুখানি রহস্যের মিশেল পছন্দ হলে দেখে নিতে পারো এ সিনেমা। তবে অভিযানের গল্প এখানেই শেষ নয়; বিখ্যাত অ্যানিমেটেড মুভি সিরিজ ‘আইস এজ’-এর বাকি, ক্র্যাশ আর এডি মিলে এবার হারানো পৃথিবীকে ডাইনোসরদের হাত থেকে বাঁচানোর নতুন যাত্রা নিয়ে ফিরেছে ‘দ্য আইস এজ অ্যাডভেঞ্চারস অব বাক ওয়াইল্ড’-এর সঙ্গে। এ ছাড়া মাসের শেষে এসেছিল ফুটবল তারকা নেইমারকে নিয়ে ডকুমেন্টারি ‘দ্য পারফেক্ট ক্যাওস’।

এদিকে ফেব্রুয়ারির শুরুতে তো আকাশ থেকে চাঁদ পড়তে বসেছে! ভাবো তো, আকাশের চাঁদটা যদি একদিন হুট করে উধাও হয়ে যায়, তবে কেমন হবে? এমনই এক সমস্যা দেখা দেয় সিনেমা ‘মুনফল’-এ। এক রহস্যময় শক্তির আঘাতে চাঁদ তার কক্ষপথ থেকে ছিটকে যায়। চাঁদের জন্য পৃথিবী ও মহাকাশে দেখা দিচ্ছে জোয়ার-ভাটা, মাধ্যাকর্ষণ বলজনিত নানা গন্ডগোল। চাঁদের সঙ্গে পৃথিবী বাঁচানোর মিশন নিয়ে তৈরি ‘মুনফল’ আসছে ৪ ফেব্রুয়ারি। এরপর সপ্তাহ শেষে আসছে মার্ডার মিস্টারির সম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির লেখা উপন্যাস ‘ডেথ অন দ্য নাইল’ অবলম্বনে একই নামের সিনেমা। অন্যদিকে, ১৮ ফেব্রুয়ারি পর্দা উঠবে ‘স্পাইডার–ম্যান’ খ্যাত টম হল্যান্ডের নতুন সিনেমা ‘আনচার্টেড’-এর। গুপ্তধনের সঙ্গে নিজের হারিয়ে যাওয়া ভাইকে খোঁজার অভিযান নিয়ে সেই সিনেমা।

এ ছাড়া ফেব্রুয়ারির শুরুতে আরেক বাংলায় ফিরছেন কাকাবাবু! প্রসেনজিৎ অভিনীত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ নিয়ে আসছে আবারও নতুন এক অ্যাডভেঞ্চার।