অ্যানিমের গান

অ্যানিমে শুধু অ্যানিমেশনের একটা ধরন, তা কিন্তু নয়। বলতে পারো, গল্প বলার মজার এক দুনিয়া। কখনো অদ্ভুত একটা শহর, যেখানে বেঁচে থাকার জন্য টাইটানদের সঙ্গে যুদ্ধ করে মানুষ। এমন টান টান উত্তেজনাময় গল্প আবার উইজার্ড বা হান্টার হওয়ার লক্ষ্যে ঘর থেকে একলা বেরিয়ে পড়া কিশোরের রোমাঞ্চকর গল্প উঠে আসে অ্যানিমেতে। অ্যাকশন, ফ্যান্টাসি, সুপারন্যাচারাল, কমেডি, অ্যাডভেঞ্চার, রোমান্সসহ বিভিন্ন জনরার গল্প বলে অ্যানিমে।

তোমরা যারা অ্যানিমের ভক্ত, ভালো করেই জানো, অ্যানিমের গানগুলো মূল ছবিটার আনন্দ আরও কয়েক গুণে বাড়িয়ে দেয়। ষাটের দশকের আগে অ্যানিমেতে গান বা মিউজিকের তেমন কোনো প্রচলন ছিল না। কিন্তু ধীরে ধীরে এগুলো যুক্ত করা হয় অ্যানিমেতে। ১৯৬৩ সালে কামিতাকাদা বয়েজের অ্যাটম মার্চ ফ্রম অ্যাস্ট্রো বয় মানুষের মনে সাড়া জাগায়। সেই সিরিজই আন্তর্জাতিকভাবে অ্যাস্ট্রো বয় হিসেবে পরিচিত। পরের দশকে স্পেস ব্যাটলশিপ ইয়ামাতো, গ্যালাক্সি এক্সপ্রেস ৯৯৯ নিয়ে ছিল অ্যানিমে স্বর্ণযুগ। হিরোশি মিয়াগাওয়াদের হাত ধরে অ্যানিমের মিউজিক একই সঙ্গে জাপান ও সারা বিশ্বে সমান জনপ্রিয়তা পেতে থাকে।

ধীরে ধীরে অ্যানিমে মিউজিকের প্রসারতা জাপান পেরিয়ে পুরো বিশ্বে ছড়িয়েছে। প্রতিদিন পৃথিবীজুড়ে বেড়ে চলেছে ভক্তসংখ্যাও। ফলে একই সঙ্গে জাপানি মিউজিক ও সংস্কৃতি সম্পর্কে বড় রকমের ধারণা পাচ্ছে এই প্রজন্ম।

সম্প্রতি প্রায় দেড় লাখ অ্যানিমেভক্তের মধ্যে জরিপ করে একটি জাপানি রেডিও স্টেশন। জরিপে নিওন জেনেসিস ইভানগেলিওন নামের একটি অ্যানিমের গান সবার ওপর জায়গা করে নেয়। ১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল এই অ্যানিমে। আর জরিপে সেরা হওয়া ‘আ ক্রুল অ্যাঞ্জেলস থিসিস’ নামের মূল গানটি গেয়েছিলেন ইয়োকো তাকাহাশি।

জরিপে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় জাপানিজ পপশিল্পী লিসার ‘গুরেঙ্গে’ গানটি। বর্তমান সময়ের জনপ্রিয় অ্যানিমে সিরিজ ডেমন স্লেয়ার: কিমেতসু নো ইয়াইবার এই গান জিতে নিয়েছে বেশ কিছু পুরস্কারও। আর ভক্তদের ভোটে তৃতীয় স্থানে উঠে এসেছে স্পেস ব্যাটলশিপ ইয়ামাতো ২১৯৯-এর গান।

এখন জে পপ (জাপানি পপ) ও জে রক (জাপানি রক) সারা বিশ্বেই দারুণ জনপ্রিয়। লিসা, তাকানোরি নিশিকাওয়া, কোশি আসাকাওয়ার মতো গায়ক-গায়িকাদের গান জায়গা করে নিয়েছে ভক্তদের মনে। সব মিলিয়ে পৃথিবীব্যাপী বেড়েছে অ্যানিমের জনপ্রিয়তা। অ্যাটাক অন টাইটান সিজন থ্রির ইন্ট্রো থিম ‘রেড সোয়ান’ জাপান পেরিয়ে মন ছুঁয়েছে বিশ্বের বিভিন্ন দেশের অ্যানিমেপ্রেমীদের। একই সিরিজের প্রথম সিজনের ওপেনিং থিম সং ছিল লিংকড হরাইজনের ‘গুরেন নো ইউমিয়া’। গান শোনার অনলাইন প্ল্যাটফর্ম স্পটিফাইতে পুরো বিশ্বে ১৩ মিলিয়ন বার শোনা হয়েছে তুমুল জনপ্রিয় এই গান। অন্যদিকে তোরু কিতাজিমার (টিকে) ‘আনরেভেল’ গানটি ৯ মাসে শোনা হয়েছে ১১ দশমিক ৬ মিলিয়ন বার। জনপ্রিয় অ্যানিমে সিরিজ টোকিও ঘুল–এর প্রথম সিজনের ওপেনিং থিম সং ছিল এটি। অনেকেই হয়তো জানো না, প্রতি মাসে গানটি জাপানের চেয়ে বেশিবার শোনা হয় যুক্তরাষ্ট্রে।

তথ্যসূত্র: নিউজরুম ডট স্পটিফাই