ওয়ান ডিরেকশনের পুনর্মিলনী হচ্ছে কবে?

হুট করেই যদি আবার মঞ্চে ‘স্টোরি অব মাই লাইফ’ একসঙ্গে গাইতে শোনা যায় হ্যারি, জেইন, হোরানদের, তাহলে কেমন হবে? ওয়ান ডিরেকশনের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি সুখকর মুহূর্ত হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

জনপ্রিয় আইরিশ-ইংলিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্যদের পুনর্মিলনী নিয়ে এ রকম গুঞ্জন উঠে প্রায়ই। তবে এবার যেন কানাঘুষা একটু বেশিই। এ বছরই আবার একসঙ্গে হতে পারেন ভেঙে যাওয়া এই ব্যান্ডের সদস্য হ্যারি স্টাইলস, লুই টমলিনস, নাইল হোরান ও লিয়াম পেইন। এমন শিরোনাম বেশ কিছুদিন ধরেই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

সম্প্রতি ‘দ্য এক্স ফ্যাক্টর’ টেলিভিশন অনুষ্ঠানের বিচারক সাইমন কাওয়েল, মিরর অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যান্ডটির পুনর্মিলনী সম্পর্কে ইঙ্গিত দেন। তিনি জানান, তিনি ব্যান্ডের সদস্যদের আবার একত্র হওয়ার জন্য রাজি করাতে পারবেন। হোক সেটা অল্প কিছু সময়ের জন্য। আর যদি সেটা হয়, তাহলে ব্যাপারটা বেশ দারুণই হবে। ভক্তরা তো বটেই, সাইমন নিজেও খুব খুশি হবেন।

২০১০ সালে ‘দ্য এক্স ফ্যাক্টর’ নামের রিয়েলিটি অনুষ্ঠানের সপ্তম আসরে আসা পাঁচজন তরুণের পরিচয় ঘটে। অনুষ্ঠানে আলাদাভাবে এলেও বিচারকদের পরামর্শে পাঁচজন মিলে ব্যান্ড গঠন করে বাকি অনুষ্ঠানে গান গান। শেষমেশ অনুষ্ঠানটিতে বিজয়ী না হলেও তাঁদের ব্যান্ড ওয়ান ডিরেকশন গানের মাধ্যমে জয় করে দর্শকদের মন। এরপর একের পর এক দারুণ অ্যালবাম আর গানের মাধ্যমে বিশ্বসংগীতাঙ্গনে পরিচিতি পায়। কিন্তু ২০১৫ সালে মাত্র পাঁচ বছর বয়সী ব্যান্ড থেকে স্বেচ্ছায় সরে যান শিল্পী জেইন মালিক। এরপর অন্য সদস্যরাও একে একে বিরতি নিতে থাকেন। ‘মেইড ইন দ্য এ এম’-এর পর তাঁদের একত্রে আর কোনো অ্যালবাম প্রকাশ পায়নি।

ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্যরা |
ছবি: ­হলিউড রিপোর্টার

সব মিলিয়ে ভক্তদের মন ভেঙেছেই বলা যায়। ওয়ান ডিরেকশনের বিশাল ভক্তদল মিইয়েই গিয়েছিল। হুট করে ২০২০ সালে ওয়ান ডিরেকশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওয়ান ডিরেকশনের পুনর্মিলনীর খবর বিশ্বব্যাপী ট্রেন্ডিং হয়। আশার আলো জাগে ভক্তকুলে। ভক্তদের আশা আরেকটু বেড়ে যায় ব্যান্ডের সদস্য নিয়াল হোরানের এক বক্তব্যে। ‘দ্য জনাথন রস শো’তে রসের প্রশ্নের জবাবে নিয়াল জানান সদস্যদের সবার সঙ্গেই এখনো নিয়মিত যোগাযোগ আছে তাঁর। পুনর্মিলনীতে তাঁর কোনো আপত্তি নেই, যদি অন্য সদস্যরা রাজি হন। কিন্তু এখন সবার একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়াটাই মূল। কারণ, ব্যান্ডের সদস্যদের প্রত্যেকেই এখন নিজেদের কর্মজীবনে বেশ সফল। এত বছরের বিরতির পর আবার এক হয়ে সবার একটি বিষয়ে সিদ্ধান্তে আসাটা একটু জটিলই বটে।

সম্প্রতি ‘দ্য এক্স ফ্যাক্টর’ টেলিভিশন অনুষ্ঠানের বিচারক সাইমন কাওয়েল, মিরর অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যান্ডটির পুনর্মিলনী সম্পর্কে ইঙ্গিত দেন।

এদিকে ভক্তরা এসব আশাজাগানিয়া খবর শুনে অপেক্ষার দিন গুনতে শুরু করে দিয়েছেন। অনেকে প্রিয় তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, সাক্ষাৎকার থেকে বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। অনেকে বিশ্বব্যাপী কোভিড-১৯ পরিস্থিতিকে পুনর্মিলনী না হওয়ার একটি কারণ হিসেবে দাবি করছে। কিন্তু এত গুঞ্জনের মধ্যে কোনটা সত্যি? আসলেই কি কখনো আবার এক হয়ে গাইবেন তাঁরা? এসব প্রশ্ন শেষমেশ থেকেই যাচ্ছে।

সূত্র: দ্য সান