জুরাসিক যুগের ডাইনোসর

ছোটবেলায় মোহগ্রস্তভাবে টিভির পর্দায় ডাইনোসরদের দেখে দিন কেটেছে আমাদের অনেকের। প্রাগৈতিহাসিক যুগের দৈত্যদের মানুষের কাছে আনার যাত্রাটা ‘জুরাসিক পার্ক’ দিয়ে শুরু করেছিলেন কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গ। সেই ১৯৯৩ সালের কথা সেটা। এরপর বহু বছর কেটেছে। ‘জুরাসিক’ সিরিজের সিনেমা বেরিয়েছে বেশ কটি। তারই রেশ ধরে ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ মুক্তি পাচ্ছে ১০ জুন। আমাদের ছোটবেলার প্রিয় সিনেমা ‘জুরাসিক পার্ক’–এর নতুন কিস্তি বেশ অন্য ধাঁচের। নানা চড়াই–উতরাই পেরিয়ে মানুষের সঙ্গেই বাস করছে ডাইনোসররা। কিন্তু দুই প্রজাতির ভবিষ্যৎ প্রশ্নের মুখোমুখি হচ্ছে নতুন এক বিপদে। অন্যদিকে মূল চরিত্র ওয়েন ড্র্যাডি আর বাকিরা চেষ্টা করছে এক বাচ্চা ডাইনোসরকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। যার জন্য আরও একবার মুখোমুখি হতে হবে মানুষখেকো ডাইনোসরদের। ছবিটির পরিচালক পলিন ট্রেভেরো এবং মূল চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট।