ফেইরি টেইলের জাদুর দুনিয়ায়

পৃথিবীতে অনেক অ্যানিমে প্রকাশিত হয়। কিন্তু সব অ্যানিমের ভেতর সবার চোখ কেড়ে নিয়েছে ফেইরি টেইল নামের একটি অ্যানিমে।

এটি জাপানে এতই জনপ্রিয়তা লাভ করেছিল যে সেখানকার স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল বন্ধ করে এটি দেখছে। ফেইরি টেইলের মূল কাহিনি হলো জাদু নিয়ে। অনেক আগে পৃথিবীতে ফেইরি টেইল নামের একটি শহর ছিল। তখনকার পৃথিবী শুধু জাদুর মাধ্যমে চলত। প্রথম চরিত্রের নাম হলো ন্যাটসু ড্রাঙ্গেল। অনেকেই মনে করে এটি প্রধান চরিত্র। দ্বিতীয় চরিত্র হলো এরজা স্কারলেট। তৃতীয় চরিত্র লুসি হার্টফিলিয়া।

ইংরেজিতে এদের নাম যথাক্রমে: Natsu Dranglee, Erza Scarlet, Lucy Heartfilia।

কাহিনি শুরু হয় এভাবে: লুসি হার্টফিলিয়া একজন জাদুকর, পাশাপাশি ভ্রমণ করতেও পছন্দ করে সে। একদিন সে ন্যাটসু ড্রাঙ্গেলের সঙ্গে পরিচিত হয়। ন্যাটসুর সঙ্গে পরিচয় হওয়ার কিছুক্ষণ পরেই বোরা নামের একটি লোক তাকে অপহরণ করে। ন্যাটসু তাকে বোর থেকে রক্ষা করে। এরপর ন্যাটসু বলে যে সে তার মা-বাবা ও একটি ড্রাগনকে খুঁজে বেড়াচ্ছে। সে লুসির সাহায্য চাইল। লুসি খুব খুশিমনে এ কথা মেনে নিল। এভাবে ন্যাটসু ও লুসির সঙ্গে দেখা হয় এরজা স্কারলেটের সঙ্গে। এভাবে এই তিনজন বেরিয়ে পড়ে এক দুঃসাহসিক মিশনে। সবশেষে এই কথা বলা যায় যে ফেইরি টেইলের কাহিনি পুরো উত্তেজনাপূর্ণ।