মনস্টার ইনকরপোরেট

প্রথম প্রকাশ | ২০০১, যুক্তরাষ্ট্র
ধরন | অ্যানিমেশন, অ্যাডভেঞ্চার, কমেডি
ব্যাপ্তি | ৯২ মিনিট
নির্মাতা | পিক্সার অ্যানিমেশন স্টুডিও

এই ডিজিটাল যুগে মানুষ এখনো ঘুমের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আরও অবাক ব্যাপার, স্বপ্ন-দুঃস্বপ্নের রহস্যের ক্ষেত্রেও অধরাই রয়ে গেছে মানুষের জ্ঞান। তবে আশার কথা হচ্ছে, মার্কিন লেখক ও পরিচালক একটা প্রস্তাব পেশ করেছেন আমাদের কাছে। সে অনুযায়ী রীতিমতো মনোলোভা গল্পও শুনিয়েছেন।

গল্পটা হলো, মানুষ, বিশেষ করে বাচ্চারা দুঃস্বপ্ন কেন দেখে জানো? বললে বিশ্বাস করবে না, আমাদের বাস্তব জগতের প্রায় সমান্তরালেই আছে আরেকটা জগৎ, যেখানে দুঃস্বপ্নের কিম্ভূতকিমাকার দৈত্যদানোদের বাস। দুই জগতের মাঝখানে দৈত্যদানোরা সাময়িকভাবে একটা দরজা তৈরি করে। তারপর সেই দরজা দিয়ে তারা ঘুমের মধ্যে আমাদের স্বপ্ন হয়ে হানা দেয়। নিজেদের জগতের স্বার্থেই তাদের কাজটি করতে হয়। আসলে যেকোনো জগতের টিকে থাকার জন্য অফুরন্ত শক্তি দরকার। আমরা তো তেল, গ্যাসসহ নানাভাবে শক্তি পাই। কিন্তু দৈত্যদানোরা তো তা পায় না। সে জন্য ওরা আমাদের ঘুমের মধ্যে হানা দিয়ে শক্তি সংগ্রহ করে।

ভাবছ সেটি আবার কীভাবে সম্ভব? আসলে স্বপ্নে দৈত্যদানো দেখে প্রচণ্ড ভয়ে যখন আমরা ঘুমের মধ্যে চিত্কার করে উঠি, তখনই প্রচুর শক্তি তৈরি হয়। তুমি-আমি টের না পেলেই সেই শক্তি সিলিন্ডারবন্দী করে দৈত্যদানোরা। তার পরই সেগুলো নানান কাজে লাগায় তারা। এ কাজে দৈত্যদের জগতে বেশ নাম কামিয়েছিল দৈত্যসেরা সুলিভান আর তার একচক্ষু বন্ধু মাইক ওয়াজস্কি। অবশ্য তাদের গিরগিটিবেশী শত্রু র্যান্ডেল বগসের নামও ছিল সেরা তালিকায়। এ নিয়ে তাদের মধ্যে রেষারেষি আর প্রতিযোগিতা চলত বেশ।

হঠাৎ একদিন আমাদের জগৎ থেকে পুঁচকে এক মেয়ে দৈত্যদের সাময়িক দরজা পেরিয়ে চলে গেল তাদের জগতে। তাতে শুরু হয়ে যায় হুলুস্থুল এক কাণ্ড। মেয়েটি বগসকে খুব ভয় পায়। কিন্তু ভয়ংকর চেহারার সুলিভান আর ওয়াজস্কিকে দেখে ভয় পাবে কী তা না, হেসেই কুটিকুটি। অবাক কাণ্ড! অবশ্য মেয়েটিকে ভালো লেগে যায় সুলিভানের। বগসের কাছ থেকে বাঁচিয়ে তাকে আমাদের জগতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু চিরশত্রু বগস তাদের পেছনে লাগে। শুরু হয় রোমহর্ষক এক ধুন্ধুমার কাণ্ড। তোলপাড় শুরু হয় দৈত্যদের জগতে। অবশ্য তাতে ভয় পাওয়ার চেয়ে পেট পুরে হাসার প্রস্তুতি নেওয়া ভালো। মজার এই কাহিনি নিয়ে পিক্সার অ্যানিমেশন স্টুডিও নির্মাণ করেছে মনস্টার ইনকরপোরেট মুভিটি। বিশ বছর আগে প্রকাশিত হলেও মুভিটি দেখে তোমাদের ভালো লাগবে। সময় করে দেখে নিয়ো।