‘স্ট্রেঞ্জার থিংস’–এর বিদায়বেলা

ইলেভেন আর তার বন্ধুদের কথা মনে আছে? আমেরিকার ছোট্ট শহর হকিন্সে যাদের বাস। ‘স্ট্রেঞ্জার থিংস’ বিশ্বজুড়ে ছেলে-বুড়ো সবারই মন কেড়েছে বহুবার। ডাস্টিন, মাইক, উইল, হপারের মতো চরিত্রগুলো তিন সিজনজুড়ে আনন্দ দিয়েছে আমাদের।

‘স্ট্রেঞ্জার থিংস’–এর চার নম্বর সিজনকে ভাগ করা হয়েছিল দুই ভলিউমে। দুটো ভলিউমই মুক্তি পেয়েছে কয়েক দিন আগে। ইলেভেনের অতিপ্রাকৃতিক ক্ষমতার সাহায্যে ভিন্নমাত্রায় বাস করা অশুভ প্রাণীদের থেকে বেশ কয়েকবার রক্ষা পেয়েছে হকিন্স শহর। সবাই ভেবেছিল খুনে শক্তিদের যন্ত্রণা শেষ হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিল ইলেভেন আর বাকিরা। কিন্তু পিছু ছাড়েনি সমস্যা। হঠাৎ করেই হকিন্সে ঘটছে একেক পর এক ভয়ানক খুনের ঘটনা। যার শিকার হকিন্সের হাইস্কুলপড়ুয়া কিশোর-কিশোরীরা। পুলিশ কোনো সিরিয়াল কিলারের কাজ বলে সন্দেহ করলেও ফল মিলছে না কোনো। খুব দ্রুতই ডাস্টিন, মাইকরা টের পেল, আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে অশুভ শক্তি, যার হাত থেকে নিস্তার নেই কারও। অতীতের কিছু জটপাকানো রহস্য ছাড়াতে ইলেভেনও নেই হকিন্স শহরে। নিজের ক্ষমতাও হারিয়ে ফেলেছে সে। অন্ধকারে গ্রাস হতে থাকা হকিন্সের হাতে সময় খুব কম।

এটাই হতে চলেছে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর শেষ সিজন। গোগ্রাসে গিলতে থাকো রোমাঞ্চকর এই হরর ফ্যান্টাসি ঘরানার সিরিজ আর বিদায় জানাও নিজের প্রিয় চরিত্রদের।