ছাড়া পাওয়ার কয়েক দিন পরই আবার ধরা পড়েছে এক দাগী চোর। জেলে আসতেই জেল সুপার চোরকে জিজ্ঞেস করলেন—
জেল সুপার: আবার তুমি! তা এবার জেলে এলে কী জন্য?
চোর: জাস্ট একটা বিশ্রী কাশির জন্য স্যার।
জেল সুপার: মানে? এটা জেল, হাসপাতাল নয়।
চোর: আরে স্যার, রাতে চুরি করতে ঢুকেছিলাম, এমন কঠিন কাশি উঠল…কী বলব! সবাই জেগে গেল। তারপর আরকি, আমি এখানে।
জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে পড়লেন রাকিব। জাদুঘরের কর্মী ছুটে এল—
জাদুঘরের কর্মী: আরে, করছেন কী! করছেন কী!
রাকিব: ক্লান্ত লাগছে তাই বসেছি।
জাদুঘরের কর্মী: আরে ভাই, এটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার!
রাকিব: ভাই, একটু বসি। সিরাজ ভাই আসলেই উঠে যাব।