• ছাড়া পাওয়ার কয়েক দিন পরই আবার ধরা পড়েছে এক দাগী চোর। জেলে আসতেই জেল সুপার চোরকে জিজ্ঞেস করলেন—
    জেল সুপার: আবার তুমি! তা এবার জেলে এলে কী জন্য?
    চোর: জাস্ট একটা বিশ্রী কাশির জন্য স্যার।
    জেল সুপার: মানে? এটা জেল, হাসপাতাল নয়।
    চোর: আরে স্যার, রাতে চুরি করতে ঢুকেছিলাম, এমন কঠিন কাশি উঠল…কী বলব! সবাই জেগে গেল। তারপর আরকি, আমি এখানে।

  • জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে পড়লেন রাকিব। জাদুঘরের কর্মী ছুটে এল—
    জাদুঘরের কর্মী: আরে, করছেন কী! করছেন কী!
    রাকিব: ক্লান্ত লাগছে তাই বসেছি।
    জাদুঘরের কর্মী: আরে ভাই, এটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার!
    রাকিব: ভাই, একটু বসি। সিরাজ ভাই আসলেই উঠে যাব।