না জেনেই যেভাবে বলতে পারবে তোমার বন্ধুর জন্মদিন

নিচের নির্দেশনা অনুসারে তোমার বন্ধুদের গণনা করতে বলবে। তাহলে তাদের জন্মদিন জানা যাবে।

ধাপ ১

দ্রুত গণনা করার জন্য তোমার বন্ধুদের ক্যালকুলেটর ব্যবহারের পরামর্শ দিতে পারো।

  • বন্ধুর জন্মমাসের সঙ্গে ১৮ যোগ

  • যোগফলকে ২৫ দিয়ে গুণ

  • এবার গুণফলকে ৩৩৩ দিয়ে বিয়োগ

  • বিয়োগফলকে ৮ দিয়ে গুণ

  • গুণফল থেকে ৫৫৪ বিয়োগ

  • বিয়োগফলকে ২ দিয়ে ভাগ

  • ভাগফলের সঙ্গে জন্মতারিখ যোগ

  • যোগফলকে ৫ দিয়ে গুণ

  • গুণফলের সঙ্গে ৬৯২ যোগ

  • যোগফলকে ২০ দিয়ে গুণ

  • জন্মসালের শেষের দুটি অঙ্ক যোগ

ধাপ ২

এবার বন্ধুদের মনোযোগ আকর্ষণ করার জন্য অভিনয় করতে পারো। জাদুকরেরা যেভাবে ওকাস ফোকাস বলে, বলতে পারো সেটাও। এরপর তোমার অভিনয়ের পালা শেষ হলে ওপরের যোগফল থেকে ৩২ হাজার ৯৪০ বিয়োগ করতে বলবে। ব্যস, পেয়ে যাবে তোমার বন্ধুদের জন্মদিন। প্রথমে মাস, পরে দিন এবং শেষে পাবে সাল।