ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড শুরু হচ্ছে

আমাদের চারপাশের প্রাণ ও প্রকৃতি নিয়ে সচেতনতা তৈরির অংশ হিসেবে শুরু হচ্ছে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড। পরিবেশকে জানতে এবং পৃথিবীর প্রাকৃতিক অবস্থা বুঝতে চাইলে অংশ নাও ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডে। 

বাংলাদেশ ইয়ুথ এনভারনমেন্টাল ইনিশিয়েটিভ প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করছে। সারা দেশে অনুষ্ঠিত হবে এই অলিম্পিয়াড। এর মাধ্যমে পরিবেশগত নানা সমস্যা এবং এর প্রতিকার নিয়ে কৌতূহল তৈরি ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এক যুগের বেশি সময় ধরে এই কাজ করছে বাংলাদেশ ইয়ুথ এনভারনমেন্টাল ইনিশিয়েটিভ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির যেকোনো শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিতে পারবে। দশম ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডে সহযোগিতা করছে পিওর আর্থ বাংলাদেশ এবং মিডিয়া পার্টনার  কিশোর আলো।

প্রিলিমিনারি পর্ব অনলাইনে অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল, শনিবার।

অলিম্পিয়াডে অংশ নিয়ে বিজয়ী হয়ে আন্তর্জাতিক দলে সুযোগ পেলে থাকছে চীনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (আইইএসও ২০২৪) বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করো এখানে