শুক্র গ্রহে পাওয়া গেছে অক্সিজেন

সম্প্রতি শুক্র গ্রহে অক্সিজেন পাওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও জার্মান অ্যারোস্পেস সেন্টার যৌথভাবে পর্যবেক্ষণ করছে শুক্র গ্রহের বায়ুমণ্ডল। নানাভাবে শুক্র গ্রহের সঙ্গে পৃথিবীর সাদৃশ্য রয়েছে। আকার–আকৃতি প্রায় একই রকম হওয়ায় শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ। দুটি গ্রহের ভরও প্রায় সমান। তবে এই অক্সিজেন পৃথিবীর মতো নয়। পৃথিবীর অক্সিজেনকে বলা হয় আনবিক অক্সিজেন। মানে পৃথিবীতে প্রাপ্ত অক্সিজেনের অণুতে দুটি পরমাণু থাকে। কিন্তু শুক্র গ্রহে যে অক্সিজেন পাওয়ার গেছে, তার অণুতে পরমাণু আছে একটি। একে বলে পারমাণবিক অক্সিজেন। জীবন ধারণের জন্য এই অক্সিজেন উপযুক্ত নয়। অর্থাৎ এই অক্সিজেনের সাহায্যে শ্বাসপ্রশ্বাস চালানো যাবে না। তা ছাড়া শুক্র গ্রহে অক্সিজেনের পরিমাণও খুব কম। প্রায় নেই বললেই চলে। গ্রহটির বায়ুমণ্ডলে ৯৬ দশমিক ৫ ভাগই কার্বন ডাই–অক্সাইড। পাশাপাশি সামান্য নাইট্রোজেন ও অন্যান্য গ্যাস রয়েছে। আগে বিজ্ঞানীদের ধারণা ছিল, শুক্রে অক্সিজেনের অস্তিত্ব নেই। তবে গ্রহটিতে সামান্য হলেও অক্সিজেন পাওয়ায় বিজ্ঞানীরা এই আবিষ্কারকে গুরুত্বপূর্ণ মনে করছেন।