রান্না করবে রোবট

কানাডার প্রতিষ্ঠান জ্যাসপার তৈরি করেছে একটি রাঁধুনি রোবট। এটি একসঙ্গে আটজনের খাবার তৈরি করতে পারে। তাই বাসাবাড়ির পাশাপাশি অনেক রেস্তোরাঁও এই রোবটের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে। কোনো মানুষের সহায়তা ছাড়াই রোবটি রান্না করতে পারে অতি দ্রুত। তবে যেকোনো খাবার রান্না করতে পারে না। শুধু জ্যাসপারের নির্বাচিত খাবারই রান্না করতে পারে। আপাতত রোবটটি আলু সেদ্ধ, পাপরিকা ক্রিম চিকেন ও পুডিংয়ের মতো খাবারগুলো তৈরি করতে পারে। এ ছাড়া নিজেদের পছন্দ অনুসারে খাবারের নির্দেশ দেওয়া যাবে কি না, এ ব্যাপারে কিছু জানায়নি জ্যাসপার। তবে রোবটের রান্না করা খাবারের মান কিন্তু স্বাভাবিক রেস্তোরাঁর মতোই হয়। রোবটের তৈরি খাবারের দাম বাংলাদেশি টাকায় ১২০ থেকে ১ হাজার ৮০০ টাকার মধ্যে। তাই সহজেই রোবটের তৈরি খাবার চেখে দেখার সুযোগ পাচ্ছে কানাডার সাধারণ মানুষ। এমন একটা রোবট থাকলে ভালোই হতো, কী বলো?