রাজা চার্লসের ছবিসংবলিত ব্যাংক নোট বাজারে আসছে, পুরোনো নোটগুলোর কী হবে?

রানি দ্বিতীয় এলিজাবেথ ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুর পর তাঁর বড় ছেলে চার্লস ফিলিপ আর্থার জর্জ সিংহাসনে বসেন। উপাধি হিসেবে বেছে নেন রাজা তৃতীয় চার্লস নাম। রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত থেকে শুরু করে ব্যাংক নোট, রাষ্ট্রীয় পতাকা, মুদ্রা, স্ট্যাম্প, পাসপোর্ট, সরকারি লোগো, সামরিক পদবি এমনকি যুক্তরাজ্যসহ কমনওয়েলথের ১৪টি দেশে দৈনন্দিন জীবনের অনেক কিছু পরিবর্তন হয়। সামনে আরও পরিবর্তন হবে। এবার চালু হচ্ছে রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি–সংবলিত নতুন পাউন্ড স্টার্লিং নোট। ব্রিটেনের মুদ্রা তৈরির প্রতিষ্ঠান রয়্যাল মিন্ট এরই মধ্যে রাজা চার্লসের প্রতিকৃতিসংবলিত ৫০ পাউন্ড মূল্যের ধাতব মুদ্রা (পেনি) প্রকাশ করেছে। পরে ১, ২, ৫, ১০, ২০ পেনির ধাতব মুদ্রাও প্রকাশ করেছে তারা।

ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড’ আগামী জুন মাসের ৫ তারিখে বাজারে ছাড়বে রাজা তৃতীয় চার্লসের মুখাবয়ব–সংবলিত নতুন ব্যাংক নোট। ব্যাংক অব ইংল্যান্ডের জাদুঘরে সর্বসাধারণের জন্য রাজা তৃতীয় চার্লসের নামাঙ্কিত নোট ও কয়েন প্রদর্শিত হচ্ছে বেশ কিছুদিন ধরে। ব্যাংক অব ইংল্যান্ডের করা ডিক্রি অনুসারে, রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি–সংবলিত ব্যাংক নোটগুলো ৫ জুন ২০২৪ থেকে সর্বসাধারণ ব্যবহার করতে পারবে। ব্যাংক আরও জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি–সংবলিত পুরোনো নোট এখনো বৈধ পাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে। তবে পরে পুরোনো নোটগুলো ধাপে ধাপে বাতিল করা হবে। রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতিসংবলিত নতুন পাউন্ড স্টার্লিং নোট ৫, ১০, ২০ এবং ৫০ পাউন্ড মূল্যের পাওয়া যাবে। নতুন নোটগুলোতে শুধু রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ নোটগুলোর নকশা, নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই থাকবে।

আরও পড়ুন
রাজা তৃতীয় চার্লসের ছবিসহ নোট

রাজা তৃতীয় চার্লসের নোটসহ বর্তমানে ব্যাংক অব ইংল্যান্ড কর্তৃক প্রচলিত ব্যাংক নোট পলিমার নামক একটি প্লাস্টিকের পাতলা ফিল্ম দিয়ে তৈরি, যা কাগজের নোটের চেয়ে অনেক বেশি টেকসই এবং দীর্ঘস্থায়ী। নোটের নকশায় ব্রিটিশ স্থাপত্য এবং সংস্কৃতির বিভিন্ন উপাদান ও প্রতিকৃতি স্থান পেয়েছে। ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ১৬৯৫ সাল থেকে ব্যাংক নোটের প্রচলন শুরু করে দেশটিতে। ১৯৬০ সালে প্রথমবারের মতো রাজপরিবারের কোনো সদস্যের প্রতিকৃতি ব্যাংক নোটে স্থান পায়। সেই বছর ১ পাউন্ডের নোটে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে রানির প্রতিকৃতি সব মুদ্রায় ছাপা হয়েছিল। রানি দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ শাসনকালের পর রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি দ্বিতীয়বারের মতো ব্রিটিশ নোটে স্থান পাবে। কিছু সংবাদ প্রতিবেদন অনুসারে, প্রথম ধাপে প্রায় ৪.৫ বিলিয়ন পাউন্ড মূল্যের নতুন নোট ছাপানো হতে পারে। এটি বর্তমানে বাজারে প্রচলিত সব নোটের প্রায় ১০ শতাংশ।

আরও পড়ুন
নতুন নটের প্রিন্ট চলছে

ব্রিটেনের ডাকটিকিটেও রাজা চার্লসের প্রতিকৃতি প্রকাশ পেয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজা চার্লসের প্রতিকৃতি–সংবলিত প্রথম ডাকটিকিট প্রকাশ করা হয়। নতুন এসব পরিবর্তনে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে জাতীয় সংগীতে। রানি দ্বিতীয় এলিজাবেথের সময় জাতীয় সংগীত ছিল ‘গড সেভ দ্য কুইন’ আর এখন ব্রিটিশ জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং’। ৭০ বছর ধরে গড সেভ দ্য কুইন গাইতে অভ্যস্ত ব্রিটিশ জনগণের জন্য এই পরিবর্তনে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এ ছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় যেখানে আগে ‘হার ম্যাজেস্টি’ ব্যবহার করা হতো। এখন সেখানে ‘হিজ ম্যাজেস্টি’ ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন