২০২৪ সালের মধ্যে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠানো হবে মহাকাশে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাক্সা থেকে এমন পরিকল্পনার কথা জানানো হয়েছে। স্যাটেলাইটটির নাম রাখা হয়েছে লিগনোস্যাট। মঙ্গোলিয়ার কাঠের তৈরি এ কৃত্রিম উপগ্রহটি বেশি বড় নয়। বড়জোর একটি কফি মগের সমান।
কাঠের তৈরি স্যাটেলাইট পাঠানোর একটি নির্দিষ্ট কারণ আছে। মহাশূন্যে যেসব স্যাটেলাইট পাঠানো হয়, সেগুলো অকেজো হয়ে পড়ে থাকে। বর্তমানে মহাকাশবর্জ্যের পরিমাণ ৮ হাজার ৪৪০ মেট্রিক টনের বেশি। এ পরিমাণ আরও বাড়ছে। কিন্তু কাঠের তৈরি এ স্যাটেলাইট নিয়ে সে সমস্যা নেই। কারণ, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় এটি পুড়ে ছাই হয়ে যাবে। ফলে ভবিষ্যতে এ ধরনে স্যাটেলাইট মহাকাশের বর্জ্য কমাতে সাহায্য করবে।